ঢামেক হাসপাতালের গেট থেকে নবজাতকের মরদেহ উদ্ধার
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের গেটের পাশে থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, কন্যা শিশুটির বয়স এক দিন হতে পারে। আজ শুক্রবার সকাল পৌনে ৬টার দিকে শাহবাগ থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের ঢামেক মর্গে পাঠানো হয়।
শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. জাফর দ্য ডেইলি স্টারকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ভোরে সংবাদ পাই হাসপাতালের জরুরি বিভাগের পাশে ডিএস ফার্মেসির পাশে ফাঁকা জায়গায় একটি নবজাতকের মরদেহ পড়ে আছে। সেখানে উপস্থিত কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, একটি কুকুর মুখে করে নবজাতকের মরদেহ সেখানে এনে ফেলেছে।
জাফর আরও বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন হাতে পেলে জানা যাবে কীভাবে শিশুটির মৃত্যু হয়েছে। কুকুরটি কোথায় থেকে মরদেহ নিয়ে এসেছে সেটা খুঁজে দেখবো আমরা।
Comments