বাস চালুর দাবিতে রোববার সারা দেশে শ্রমিক ফেডারেশনের বিক্ষোভ

করোনা সংক্রমণ রোধে চলমান বিধিনিষেধে পরিবহন শ্রমিকদের কথা বিবেচনা করে স্বাস্থ্যবিধি মেনে বাস চালুসহ তিন দফা দাবি বাস্তবায়নে কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন। আজ শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনের সাধারণ সম্পাদক ওসমান আলী এসব দাবি তুলে ধরেন।
ছবি: সংগৃহীত

করোনা সংক্রমণ রোধে চলমান বিধিনিষেধে পরিবহন শ্রমিকদের কথা বিবেচনা করে স্বাস্থ্যবিধি মেনে বাস চালুসহ তিন দফা দাবি বাস্তবায়নে কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন। আজ শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনের সাধারণ সম্পাদক ওসমান আলী এসব দাবি তুলে ধরেন।

এগুলো হলো— স্বাস্থ্যবিধি মেনে মোট আসনের অর্ধেক যাত্রী নিয়ে গণপরিবহণ ও পণ্য পরিবহণ চালু; সড়ক পরিবহন শ্রমিকদের আর্থিক অনুদান ও খাদ্য সহায়তা প্রদান এবং সারা দেশে বাস ও ট্রাক টার্মিনালগুলোতে পরিবহন শ্রমিকদের জন্য ১০ টাকায় ওএমএস’র চাল বিক্রির ব্যবস্থা করতে হবে।

তিন দফা দাবি বাস্তবায়নে তিনি আগামী ২ মে সারা দেশে বিক্ষোভ মিছিল এবং ৪ মে সারা দেশে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি ঘোষণা করেন।

এক বিবৃতিতে একই দাবি জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি। সমিতির সভাপতি মসিউর রহমান রাঙ্গা এবং মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ বিবৃতিতে বলেন, লকডাউনে বাস ছাড়া সবই চলছে। বাস চালু না থাকায় স্বাস্থ্যবিধি না মেনে বিকল্পভাবে সিএনজিচালিত থ্রি-হুইলার, মাইক্রোবাস, স্টাফ বাস, এমনকি অ্যাম্বুলেন্সেও গাদাগাদি করে যাত্রী বহন করা হচ্ছে। এতে বরং স্বাস্থ্যঝুঁকি আরও বাড়ছে।

সামনে ঈদ, লাখ লাখ শ্রমিক কর্মহীন অবস্থায় আছে। বহু গরিব মালিক ব্যাংক ঋণের কিস্তিসহ অসহায় অবস্থায় জীবন-যাপন করছে। এসব দিক বিবেচনা করে কর্মহীন শ্রমিকদের মধ্যে খাদ্য সহযোগিতা প্রদানসহ বাস চালু করার জন্য সারা দেশের মালিকদের পক্ষ থেকে সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি— বলা হয় বিবৃতিতে।

Comments

The Daily Star  | English

Ex-public administration minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

3h ago