জকিগঞ্জ হেফাজত নেতা মুফতি মাসউদ গ্রেপ্তার
সিলেটের জকিগঞ্জ উপজেলা হেফাজতে ইসলামের সাধারণ সম্পাদক মাওলানা মুফতি মাসউদকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ শুক্রবার ভোররাত ৩টার দিকে উপজেলার বরহাল কচুয়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কাসেম দ্য ডেইলি স্টারকে বলেন, ‘গত ২০ এপ্রিল বিশেষ ক্ষমতা আইনে পুলিশের করা মামলায় মাওলানা মুফতি মাসউদকে গ্রেপ্তার দেখানো হয়েছে।’
‘ঘটনার সঙ্গে সম্পৃক্ত অজ্ঞাত আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে,’ বলে যোগ করেন তিনি।
পুলিশ সূত্র জানিয়েছে, গত ১৯ এপ্রিল হেফাজতের কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব মামুনুল হককে গ্রেপ্তারের প্রতিবাদে সেদিন রাত ১০টার দিকে জকিগঞ্জের শাহগলী এলাকায় দলের নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল করেন।
সে ঘটনায় পুলিশ ২০ এপ্রিল নাশকতার চেষ্টা, জনমনে ভয়ভীতি প্রদর্শন ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে মামলা করে।
মামলায় ১৯ জনের নাম উল্লেখ করে বেশ কয়েকজনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। ওই মামলাতেই মুফতি মাসউদকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
এছাড়াও, গত ১৯ এপ্রিল রাতে আটক আটজনকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।
Comments