লম্বা বিরতির পর আবার শুরু প্রিমিয়ার লিগ ফুটবল
প্রায় দুই মাসের বিরতির পর মাঠে গড়াচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বিতীয় পর্ব। লকডাউন চলাকালীন প্রতিযোগিতার সবগুলো ম্যাচ হবে ঢাকায়।
শুক্রবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে দেশের ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ আসরের তিনটি ম্যাচ। আগামী ৫ মে পর্যন্ত প্রতিদিন একই সংখ্যক ম্যাচ হবে এই ভেন্যুতে।
লকডাউন শেষে আগের মতো ঢাকার বাইরের ভেন্যুগুলোতেও হবে খেলা। সেভাবেই সূচি নির্ধারণ করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) পেশাদার লিগ কমিটি।
প্রথম পর্বে খেলা হয়েছিল চারটি ভেন্যুতে। সেগুলো হলো বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম (ঢাকা), শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়াম (টঙ্গী), বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেঃ মতিউর রহমান স্টেডিয়াম (মুন্সিগঞ্জ) ও শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম (কুমিল্লা)।
১২ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বসুন্ধরা কিংস। ২৬ পয়েন্ট নিয়ে দুইয়ে অবস্থান করছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। এক পয়েন্ট কম নিয়ে তিনে রয়েছে আবাহনী লিমিটেড।
দেশের করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের মাঝে লিগ আয়োজন নিয়ে গত বুধবার লিগ কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শেদী বলেছিলেন, ‘কোভিডের কারণে আগের মৌসুমের লিগ বাতিল করতে হয়েছে। আমরা কোনোভাবে চাই না এই মৌসুমের লিগও বাতিল করতে।’
তিনি যোগ করেছিলেন, ‘কেননা, বাতিল হলে খেলোয়াড়ররা পারিশ্রমিক পাবে না। ক্লাব নিরুৎসাহিত হবে। শুধু তাই নয়, জাতীয় দল গড়তেও সমস্যা হবে। তাই আমরা ফুটবলের সার্বিক উন্নয়নের জন্য সূচি অনুযায়ী আমরা খেলাগুলো শেষ করতে চাই।’
শুক্রবারের তিন ম্যাচ:
উত্তর বারিধারা-বসুন্ধরা কিংস (বিকাল চারটা)
বাংলাদেশ পুলিশ-ঢাকা আবাহনী (সন্ধ্যা সাতটা)
ব্রাদার্স ইউনিয়ন-শেখ রাসেল (রাত নয়টা)।
Comments