নারায়ণগঞ্জে হেফাজত নেতা মামুনুল হকের বিরুদ্ধে ‘দ্বিতীয় স্ত্রী’র মামলা
হেফাজতে ইসলামের সাবেক কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মামুনুল হকের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন তার দাবি করা দ্বিতীয় স্ত্রী। আজ শুক্রবার সকালে সোনারগাঁও থানায় তিনি মামলাটি দায়ের করেন। সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি দায়ের করা হয়েছে। এজাহারে ধর্ষণের অভিযোগ আনা হয়েছে। তদন্ত করে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
গত ৩ এপ্রিল সোনারগাঁয়ের একটি রিসোর্টে মামুনুল হককে অবরুদ্ধ করে রাখেন স্থানীয়রা। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে মামুনুল জানিয়েছিলেন, ধর্ষণ মামলার বাদী তার দ্বিতীয় স্ত্রী।
আরও পড়ুন
হেফাজত নেতা মামুনুল গ্রেপ্তার
২৬ মার্চের সহিংসতা: হেফাজত নেতা মামুনুল হকের নামে মামলা
বাবুনগরী-মামুনুলসহ হেফাজতের শীর্ষ নেতাদের গ্রেপ্তারের দাবি ঘাতক দালাল নির্মূল কমিটির
সোনারগাঁও থানায় মামলা: হেফাজতের ৪ নেতা গ্রেপ্তার
মামুনুলের পক্ষ-বিপক্ষ, কুষ্টিয়ায় আ. লীগের ২ গ্রুপের সংঘর্ষ, আহত ২৫
মামুনুল হককে নিয়ে পোস্ট: সুনামগঞ্জে যুবলীগ নেতা আটক
Comments