চট্টগ্রামে পাথরবোঝাই জাহাজডুবি, ৫ ক্রু জীবিত উদ্ধার
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরের আলফা আংকরেজ এলাকায় মোহনা থেকে সাগরের দুই নটিক্যাল মাইল দক্ষিণে ইঞ্জিন বিকল হয়ে ‘এমভি পিংকি’ নামে একটি বাল্কহেড ডুবে গেছে। এতে থাকা পাঁচ ক্রুকে উদ্ধার করেছে কোস্টগার্ড।
আজ শুক্রবার দুপুরে কোস্টগার্ড পূর্ব জোনের মিডিয়া অফিসার লেফটেন্যান্ট আবদুর রউফ দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘ডুবে যাওয়া বাল্কহেড থেকে আজ সকাল সাড়ে ৭টার দিকে পাঁচ ক্রুকে জীবিত উদ্ধার করা হয়েছে। ভোররাত সাড়ে ৩টার দিকে কর্ণফুলী ব্রিজ ঘাট থেকে পাথর নিয়ে নোয়াখালীর উদ্দেশে যাচ্ছিল। বাল্কহেডটি ডুবে যাওয়ার সময় একজন ক্রু জাহাজ থেকে লাফিয়ে পড়েন।’
এমভি নাফিজা জাহান নামে একটি লাইটার জাহাজ ওই ক্রুকে উদ্ধার করে এবং পোর্ট কন্ট্রোল রুমে জানায়। সেখান থেকে কোস্টগার্ডকে জানানো হয়। পরে কোস্টগার্ডের সদস্যরা বাকি চার জনকে উদ্ধার করেন।
Comments