যে কারণে লাল কার্ড দেখলেন বার্সা কোচ
ম্যাচের বয়স তখন ৬৭ মিনিট। মিনিট চার আগেই সমতাসূচক গোলটি করেছে গ্রানাদা। ডাগআউটে অসন্তুষ্ট দেখাচ্ছিল বার্সা কোচ রোনাল্ড কোমানকে। চতুর্থ রেফারিকে কিছু একটা বলতে দেখা যায় তাকে। সঙ্গে সঙ্গেই মূল রেফারি পাবলো গনজালেস এসে সরাসরি লাল কার্ড দেখান কোমানকে।
লাল কার্ড দেখানোর বিষয়ে বেশ অবাক হয়ে যান বার্সা কোচ। পরে সংবাদ সম্মেলনে এ নিয়ে প্রশ্নও তুলেছেন তিনি। চতুর্থ রেফারি কিংবা কাউকেই কোনো অসম্মানসূচক কিছু বলেননি বলেই দাবী তার। তাহলে কেন লাল কার্ড দেখলেন এ ডাচ কোচ?
উত্তরটা রয়েছে রেফারির রিপোর্টেই। কেন তাকে কোমানকে লাল কার্ড দেখিয়েছেন তা পরিষ্কার করেই রিপোর্ট লিখে জমা দিয়েছেন রেফারি। সেখানে বলা হয়েছে চতুর্থ রেফারিকে 'কি অদ্ভুত চরিত্র' বলেছিলেন কোমান। আর বিষয়টি স্বাভাবিকভাবে নেননি রেফারি গনজালেস। সরাসরি লাল কার্ড দেখান কোমানকে।
সে ঘটনার পর আরও একটি গোল হজম করে ম্যাচই হেরে যায় বার্সেলোনা। অথচ টেবিলের শীর্ষে যাওয়ার দারুণ সুযোগ ছিল তাদের। কিন্তু তা কাজে তো লাগাতে পারেই-নি। উল্টো লিগ শিরোপা স্বপ্ন আরও কঠিন হয়ে গেল তাদের। যদিও শীর্ষে থাকা অ্যাতলেতিকো মাদ্রিদের সঙ্গে তাদের পয়েন্টের পার্থক্য ২।
নিজের লাল কার্ড খাওয়া নিয়ে সংবাদ সম্মেলনে কোমান বলেছেন, 'আমি এটা বুজতে পারিনি। কার্লোস নাভাসের মতে, আমি চতুর্থ রেফারিকে অপমান করেছি, কিন্তু আমি খারাপ কিছুই বলিনি। আমি তাকে অপমান করিনি। এটা অবিশ্বাস্য।'
'যদি চতুর্থ রেফারি সবার দৃষ্টি আকর্ষণ করতে চায়... যে আমি তাকে কিছু বলেছি, তাহলে সবার উপর সম্মান রেখেই বলছি, তিনি আমাকে এমনভাবে সাড়া দিয়েছিলেন যেটা ভালো ছিল না। সে আমাকে অপমান করেছে। সে যদি রিপোর্টে কিছু লিখে, যেটা আমি বলিনি, তাহলে আমাকেও এটা নিয়ে কিছু করতে হবে।'
উল্লেখ্য, লা লিগায় রেফারিং নিয়ে বিতর্ক অবশ্য নতুন কিছু নয়। লা লিগার সাবেক রেফারি এদুয়ার্দো ইতুরালদে গনজালেসের দাবী, স্পেনের ৯০ শতাংশ রেফারি রিয়াল মাদ্রিদের সমর্থক। কাদেনা সারকে দেওয়া এক সাক্ষাৎকারে এ রেফারি বলেছিলেন, 'প্রায় ৯০ শতাংশ রেফারি রিয়াল মাদ্রিদের সমর্থক, ১০ শতাংশ বার্সেলোনার। বার্সেলোনার সমর্থকরা পছন্দ করুক বা না করুক, কাতালুনিয়া ছাড়া স্পেনের ৭০ শতাংশ মানুষ রিয়াল মাদ্রিদের সমর্থক।'
Comments