এএফসি কাপ থেকে 'বাদ' আবাহনী
প্লে-অফ ম্যাচ কোথায় আয়োজন হবে এ নিয়ে এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) সঙ্গে আলোচনা চলছিল ঢাকা আবাহনী লিমিটেডের। কিন্তু হঠাৎ করেই এ আসর থেকে বাদই দেওয়া হয়েছে বাংলাদেশের দলটিকে। শুক্রবার এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে এএফসি।
মূলত দেশের বর্তমান লকডাউন ও ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে প্লে-অফ খেলা হচ্ছে না আবাহনীর। নিজেদের ওয়েবসাইটে বিবৃতি দিয়ে এএফসি জানায়, বাংলাদেশের চলমান করোনাভাইরাস পরিস্থিতি এবং ভ্রমণ নিষেধাজ্ঞার বিবেচনা করে এ সিদ্ধান্ত নিয়েছে সাব-কমিটি। ফলে পরিস্থিতির কারণে বাধ্য হয়ে আবাহনী সরে দাঁড়িয়েছে বলে বিবেচিত হবে।
গত ১৪ এপ্রিল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মালদ্বীপের দল ঈগলসের বিপক্ষে খেলার কথা ছিল আবাহনীর। কিন্তু করোনাভাইরাসের সংক্রমণ নতুন করে বেড়ে যাওয়ায় নির্ধারিত সময়ে ম্যাচটি আয়োজন করা সম্ভব হয়নি। পরে নেপালে আয়োজনের চিন্তা থাকলেও ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে সেটাও সম্ভব হয়নি।
আবাহনী বাদ পড়ে যাওয়ায় ঈগলস জয়ী বিবেচনা করে খেলবে পরবর্তী প্লে-অফ পর্ব। সেখানে তাদের প্রতিদ্বন্দ্বী ভারতের বেঙ্গালুরু। আগামী ১১ মে মালদ্বীপের মালেতে ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
Comments