ফাওয়াদের সেঞ্চুরিতে বড় লিডের পথে পাকিস্তান

ছবি: টুইটার

হাসান আলী ও শাহিন শাহ আফ্রিদির তোপে জিম্বাবুয়েকে প্রথম ইনিংসে প্রায় বিধ্বস্ত করে ছেড়েছে পাকিস্তান। এবার নিজেদের প্রথম ইনিংসে বড় সংগ্রহের পথে রয়েছে দলটি। ফাওয়াদ আলমের সেঞ্চুরিতে দ্বিতীয় দিন শেষেই লিড দাঁড়িয়েছে ১৯৮ রান। এখনও হাতে রয়েছে ৪টি উইকেট।

হারারেতে দ্বিতীয় দিনের খেলা শেষে ৬ উইকেটে ৩৭৪ রান করেছে পাকিস্তান। এর আগে নিজেদের প্রথম ইনিংসে ১৭৬ রানে অলআউট হয়েছিল স্বাগতিকরা।

বিনা উইকেটে ১০৩ রান তুলে আগের দিনই বড় সংগ্রহের ইঙ্গিত দিয়ে রেখেছিল পাকিস্তান। তবে এদিনের শুরুটা ভালো হয়নি। স্কোরবোর্ডে আর ১২ রান যোগ করতেই ভাঙে ওপেনিং জুটি। টেন্ডাই চিসোরোর বলে প্রথম স্লিপে ব্রান্ডন টেইলরের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান আবিদ আলী। ১৪০ বলে ১০টি চারের সাহায্যে ৬০ রান করেন এ ওপেনার।

এরপর আজহার আলীকে নিয়ে হাল ধরেন আরেক ওপেনার ইমরান বাট। স্কোরবোর্ডে ৬১ রান যোগ করেন এ দুই ব্যাটসম্যান। তবে ৬ রানের ব্যবধানে আজহার ও অধিনায়ক বাবর আজমকে তুলে নিয়ে দারুণভাবে ম্যাচে ফিরেছিল জিম্বাবুয়ে। বাবর তো রানের খাতাই খুলতে পারেননি। ক্যারিয়ারে প্রথমবারের মতো পান গোল্ডেন ডাক। ৩৬ রান করেন আজহার।

অপর প্রান্তে অবশ্য সাবলীল ব্যাট করতে থাকেন ইমরান। ফাওয়াদ আলমকে নিয়ে ৪২ রানের জুটিতে এ চাপ সামলে নেওয়ার চেষ্টা করেন তিনি। সেঞ্চুরির দিকে এগিয়ে যাওয়া ইমরানকে আউট করে এ জুটি ভাঙেন রিচার্ড এনগাভারা। ব্যক্তিগত ৯১ রানে খোঁচা মারতে গিয়ে সর্বনাশ ডেকে আনেন ইমরান। ২৩৬ বলে ৭টি চারের সাহায্যে এ রান করেন তিনি।

ইমরানের বিদায়ে কিছুটা স্বস্তি নামলেও স্বাগতিকদের ভোগান্তি ফের বাড়ায় পঞ্চম উইকেট জুটি। মোহাম্মদ রিজওয়ানের সঙ্গে ফাওয়াদের ১০৫ রানের জুটিতে বড় লিডই পেয়ে যায় পাকিস্তান। এরপর অবশ্য ১ রানের ব্যবধানে রিজওয়ান ও ফাহিম আশরাফকে তুলে নেয় জিম্বাবুয়ে।

তবে অপর প্রান্তে ঠিকই নিজের সেঞ্চুরি তুলে নেন ফাওয়াদ। ষষ্ঠ উইকেটে হাসান আলীর সঙ্গে অবিচ্ছিন্ন ৪০ রানের জুটিতে দলের লিডকে বড় করছেন এ বর্ষীয়ান ক্রিকেটার। ১৫৫ বলে সেঞ্চুরি স্পর্শ করা ফাওয়াদ ১০৮ রান করে অপরাজিত রয়েছেন। ১৫৫ বলে ১৬টি চারের সাহায্যে এ রান করেছেন তিনি। তার সঙ্গী হাসান অপরাজিত আছেন ২১ রানে।

জিম্বাবুয়ের পক্ষে ৮৯ রানের খরচায় ৩টি উইকেট নিয়েছেন টিরিপানো।

Comments

The Daily Star  | English

No clear roadmap for investment

The budget for FY26 has drawn strong criticism from business leaders who say it lacks a clear roadmap for improving the investment climate, bolstering industrial competitiveness, and implementing overdue reforms in the banking sector.

15h ago