খেলনার ভিতরে ইয়াবা, বরিশালে গ্রেপ্তার ৩
খেলনার ভিতরে ইয়াবা পাচারচক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে বরিশাল মহানগর গোয়েন্দা পুলিশ। চক্রটি দীর্ঘদিন ধরে শিশুদের খেলনার ভিতরে ইয়াবা দিয়ে তা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাচার করে আসছিল বলে জানিয়েছে পুলিশ।
আজ শুক্রবার ভোরে তাদের গ্রেপ্তার করা হয় বলে বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদেরভিত্তিতে শুক্রবার ভোরে নগরীর ১৪ নম্বর ওয়ার্ডের বাংলাবাজার সংলগ্ন একটি কুরিয়ার সার্ভিসের সামনে অবস্থান নেয় গোয়েন্দা পুলিশ। এ সময় সেখান থেকে শিশুদের একটি খেলনা সাইকেলসহ মো. সজল খান (২৮) ও মো. শামীম হাওলাদারকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী খেলনা সাইকেলটির বিভিন্ন স্থানে বিশেষ কৌশলে লুকানো তিন হাজার ৮৫০ পিস ইয়াবা জব্দ করে গোয়েন্দা পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদের পর সজলের বাসায় অভিযান চালিয়ে আরও এক হাজার পিস ইয়াবাসহ তার স্ত্রী এ্যানি আক্তারকে আটক করা হয়।
আটককৃত তিন জনকে জিজ্ঞাসাবাদ শেষে বিএমপির কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে।
বরিশাল কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, ‘গোয়েন্দা বিভাগ থেকে কোতয়ালী থানায় মামলা করা হয়েছে। গ্রেপ্তার তিন জনকে থানা হেফাজতে রাখা হয়েছে।’
Comments