‘সই জাল করে টাকা আত্মসাৎ’, মাধবপুরের প্রকল্প কর্মকর্তা আটক
হবিগঞ্জের মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সই জাল করে টাকা আত্মসাতের অভিযোগে এক প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে (পিআইও) আটক করা হয়েছে। গতকাল শুক্রবার রাতে সীমান্তবর্তী চুনারুঘাট উপজেলার বাল্লা চেকপোস্ট এলাকা থেকে পুলিশ তাকে আটক করে।
বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রাজ্জাক। তিনি জানান, আটক পিআইওর নাম মাসুদুল ইসলাম। বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
মাধবপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মহসিন আল মুরাদ ডেইলি স্টারকে জানান, মাধবপুরের ইউএনও ফাতেমা তুজ জোহরা গতকাল সন্ধ্যায় মাসুদুলের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ তাকে আটক করে।
অভিযোগের বরাত দিয়ে তিনি জানান, মাসুদুলের বিরুদ্ধে ইউএনওর সই জাল করে দুর্যোগ সহনীয় বাসগৃহ নির্মাণ প্রকল্পের ১৬ লাখ ৬৮ হাজার টাকা আত্মসাতের অভিযোগ করা হয়েছে।
এএসপি আরও বলেন, ‘আত্মসাৎ করা টাকার পরিমাণ আরও বেশিও হতে পারে। বিষয়টি দুর্নীতি দমন কমিশন (দুদক) তদন্ত করছে। এ ঘটনায় দুদকে মামলা করা হবে।’
মাধবপুরের ইউএনও ফাতেমা তুজ জোহরা ডেইলি স্টারকে বলেন, ‘সরকারি কার্যক্রম বাস্তবায়নের জন্যে ইউএনও ও পিআইওর কিছু যৌথ ব্যাংক অ্যাকাউন্ট থাকে। ওই অ্যাকাউন্টের মাধ্যমেই প্রকল্পের অর্থ উত্তোলন করা হয়ে থাকে। সেই অ্যাকাউন্টের চেক পিআইওর কাছেই থাকে। আমার মনে হয়েছে, সেই অ্যাকাউন্টের মাধ্যমেই পিআইও টাকা উত্তোলন করেছেন। এর পরিপ্রেক্ষিতেই থানায় অভিযোগ দায়ের করেছি।’
Comments