পশ্চিমবঙ্গ: ভোটের প্রবণতা তৃণমুলের পক্ষে

ছবি: এনডিটিভির সৌজন্যে

ভারতীয় সময় সকাল ৮টা থেকে শুরু হয়েছে পশ্চিমবঙ্গ বিধানসভার ভোট গণনা। প্রথম রাউন্ডের গণনা শেষ। প্রথম রাউন্ডে পোস্টাল ব্যালট গোনা হয়েছে। যেসব সরকারি কর্মচারী ভোট-পর্বের সঙ্গে যুক্ত ছিলেন, তারাই মূলত পোস্টাল ব্যালটের ভোটার। তবে এবার প্রবীণ নাগরিকদেরও বাড়িতে বসে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ করে দিয়েছেন ভারতের নির্বাচন কমিশন।

ভোট গণনার রাউন্ডটি নির্ধারিত হয় এক একটি বিধানসভা কেন্দ্রের জনবসতির ঘনত্ব অনুযায়ী। ২৯৪টি কেন্দ্রে (দুটি কেন্দ্রে প্রার্থীর মৃত্যুতে ভোট হয়নি) গড়ে ২০ রাউন্ড করে গণনা হবে। তবে কোনো কোনো কেন্দ্রে ১৮ রাউন্ড গণনা হতে পারে জনঘনত্বের নিরিখে। আবার কোথাও ২৪-২৫ রাউন্ড ও হতে পারে।

প্রথম রাউন্ডের গণনার শেষে দ্বিতীয় রাউন্ডের গণনা সবে শুরু হয়েছে। ইডিএমগুলো গণনা চলছে। ফলাফলের প্রাথমিক প্রবণতা রাজ্যের শাসক তৃণমূল কংগ্রেসের দিকেই।

তবে বিজেপি ও ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে বিজেপির। সংযুক্ত মোর্চা প্রায় কোনো ধর্তব্যের ভিতরেই আসছে না। এটা অবশ্য একদম প্রাথমিক প্রবণতা। গণনা যতো এগোবে রাজনৈতিক দলগুলোর এগোনো পেছানোর ছবির অনেকখানিই অদল-বদল ঘটবে বলে ধারণা করা যায়।

আরও পড়ুন:

পশ্চিমবঙ্গ: প্রথম রাউন্ডের গণনায় তৃণমূল এগিয়ে

পশ্চিমবঙ্গ: হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত

পশ্চিমবঙ্গ: তৃণমূল-বিজেপি লড়াই সমানে সমান

Comments

The Daily Star  | English

Dengue cases see sharp rise in early July

Over 1,160 hospitalised in first 3 days, total cases cross 11,000

14h ago