পশ্চিমবঙ্গে আবারও মমতা

পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটের গণনা পর্ব চলছে। নন্দীগ্রামে সকাল থেকে শুভেন্দু এগিয়ে থাকলেও ১৪ রাউন্ড ভোট গণনা শেষে এগিয়ে গেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ১৪ রাউন্ড শেষে তিনি দুই হাজার ৩৩১ ভোটে এগিয়ে আছেন।
মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: রয়টার্স ফাইল ফটো

পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটের গণনা পর্ব চলছে। নন্দীগ্রামে সকাল থেকে শুভেন্দু এগিয়ে থাকলেও ১৪ রাউন্ড ভোট গণনা শেষে এগিয়ে গেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ১৪ রাউন্ড শেষে তিনি দুই হাজার ৩৩১ ভোটে এগিয়ে আছেন।

আজ রোববার এপিবি আনন্দের সর্বশেষ সংবাদে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ প্রতিবেদনে বলা হয়েছে, তৃণমূল কংগ্রেস ২০২টি আসনে ও বিজেপি ৮৭টি আসনে এগিয়ে রয়েছে।

ভারতের নির্বাচন কমিশনের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, তৃণমূল কংগ্রেস ২০২টি আসনে ও বিজেপি ৭৮টি আসনে এগিয়ে রয়েছে।

তথ্যাভিজ্ঞ মহলের খবর, নন্দীগ্রামে এখনো পর্যন্ত যে অঞ্চলগুলির গণনা হয়েছে, সেই অঞ্চলগুলিতে তৃণমূল থেকে বিজেপিই শক্তিশালী। অনেকেরই ধারণা গণনা পর্ব যত এগোবে এই হিসেব নিকেশ অনেকটাই বদলে যেতে পারে।

তৃণমূল কংগ্রেসের জয়ের প্রবণতা স্পষ্ট হলেও স্বয়ং মমতার পিছিয়ে পড়ার প্রাথমিক খবরে একটা মিশ্র প্রতিক্রিয়া ইতিমধ্যেই পশ্চিমবঙ্গে দেখা দিয়েছে।

আরও পড়ুন:

পশ্চিমবঙ্গ: ভোটের প্রবণতা তৃণমুলের পক্ষে

পশ্চিমবঙ্গ: প্রথম রাউন্ডের গণনায় তৃণমূল এগিয়ে

 

পশ্চিমবঙ্গ: হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত

Comments

The Daily Star  | English

3 quota protest leaders held for their own safety: home minister

Three quota protest organisers have been taken into custody for their own safety, said Home Minister Asaduzzaman Khan

22m ago