পশ্চিমবঙ্গ: তারকা প্রার্থীদের কে এগিয়ে কে পিছিয়ে

পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটের তৃতীয় রাউন্ডের গণনা প্রায় সব জায়গাতেই শেষ। চতুর্থ রাউন্ডের গণনা চলছে। এই পর্যন্ত গণনার প্রাপ্ত প্রবণতায় দেখা যাচ্ছে বিদায়ী মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য তৃণমূলের পার্থ চ্যাটার্জী অনেকটাই এগিয়ে আছেন। এগিয়ে আছেন বিদায়ী মন্ত্রী ফিরহাদ হাকিম কলকাতা বন্দর কেন্দ্রে।

পিছিয়ে পড়েছেন বিদায়ী মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী বর্ধমানের মন্তেশ্বর কেন্দ্রে। হুগলীর চন্ডীতলাতে পিছিয়ে পিছিয়ে পড়েছেন সংযুক্ত মোর্চার সিপিআই (এম) প্রার্থী মহাম্মদ সেলিম। এই কেন্দ্রে বিজেপির টেলি অভিনেতা প্রার্থী যশ দাশগুপ্তও পিছিয়ে আছেন। এগিয়ে রয়েছেন তৃণমূল কংগ্রেসের স্বাতী খন্দকার।

উত্তরবঙ্গের শিলিগুড়িতে সংযুক্ত মোর্চার সিপিআই (এম) এর অশোক ভট্টাচার্য তার একদা সতীর্থ, বর্তমানে বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষের থেকে ১১ হাজারেরও বেশি ভোটে পিছিয়ে পড়েছেন।

হুগলীর সিঙ্গুরে এগিয়ে তৃণমূলের বেচারাম মান্না। সিপিআই (এম) এর সৃজন ভট্টাচার্য ও বিজেপির রবীন্দ্রনাথ ভট্টাচার্য পিছিয়ে আছেন সেখানে। হুগলীর চন্দননগরে এগিয়ে তৃণমূলের ইন্দ্রনীল সেন। উত্তর চব্বিশ পরগণার নৈহাটিতে এগিয়ে তৃণমূলের পার্থ ভৌমিক। টালিগঞ্জে বিজেপির সংসদ সদস্য অভিনেতা বাবুল সুপ্রিয় তৃণমূলের অরূপ বিশ্বাসের থেকে অনেকটাই পিছিয়ে পড়েছেন।

বিদায়ী বিধানসভার অধ্যক্ষ, তৃণমূলের বিমান বন্দ্যোপাধ্যায় এগিয়ে। কোচবিসারের শীতলকুচিতে এগিয়ে বিজেপি। দিনহাটাতে পিছিয়ে তৃণমূলের উদয়ন গুহ। কলকাতার যাদবপুরে পিছিয়ে সিপিআইয়ের (এম) সুজন চক্রবর্তী।

এগিয়ে তৃণমূলের দেবব্রত। কামারহাটিতে এগিয়ে তৃণমূলের মদন মিত্র। বারাকপুরে এগিয়ে তৃণমূলের প্রার্থী তথা চলচ্চিত্র পরিচালক রাজ চক্রবর্তী। আসানসোলে এগিয়ে বিজেপির প্রার্থী ফ্যাশন ডিজাইনার অগ্নিমিত্রা পাল।

আরও পড়ুন:

তৃণমূল এগিয়ে ১৯২ আসনে, পিছিয়ে মমতা

পশ্চিমবঙ্গ: ভোটের প্রবণতা তৃণমুলের পক্ষে

পশ্চিমবঙ্গ: হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত

পশ্চিমবঙ্গ: তৃণমূল-বিজেপি লড়াই সমানে সমান

 

Comments

The Daily Star  | English

JP central office vandalised, set ablaze

A group of unidentified people set fire to the central office of Jatiyo Party in Dhaka's Kakrail area this evening

46m ago