বিজেপির অফিসে নীরবতা, বাধা উপেক্ষা করে আনন্দ মেতেছেন তৃণমূলের কর্মী-সমর্থক

ছবি: সংগৃহীত

এখনো সরকারি ঘোষণা না হলেও, নিশ্চিতভাবেই পশ্চিমবঙ্গে তৃতীয়বারের মতো সরকার গঠন করতে যাচ্ছে তৃণমূল কংগ্রেস। শুরুতে হাইপ্রোফাইল আসন নন্দীগ্রামে সকাল থেকে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী এগিয়ে থাকলেও ১৪ রাউন্ড ভোট গণনা শেষে এগিয়ে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শেষ খবর পর্যন্ত ছয় ভোটে পিছিয়ে আছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে, তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকরা ইতোমধ্যে বিজয় উৎসব করতে শুরু করেছেন।

এবিপি আনন্দের লাইভে দেখা গেছে, তৃণমূলের কর্মী-সমর্থকরা রাস্তায় নেমে সবুজ আবির খেলায় মেতেছেন। বিভিন্ন এলাকায় পটকা ফুটিয়ে, ‘খেলা হবে’ গান বাজিয়ে কর্মী-সমর্থকদের উল্লাস করতে দেখা গেছে।

এদিকে, সবসময় নেতাকর্মীর পদচারণায় মুখর বিজেপির হেস্টিংস অফিসে এখন শুনশান নির্জনতা। আজ সকাল থেকে বিজেপি অফিস জমজমাট থাকলেও দুপুর থেকে ভোট গণনায় পিছিয়ে পড়ার পরপরই ধীরে ধীরে অফিস খালি হতে শুরু করে।

এবিপি আনন্দ জানায়, নন্দীগ্রামে মমতা ভোটে এগিয়ে যাওয়ার পরপরই বিজেপির পার্টি অফিসের বাইরে তৃণমূলের কর্মী-সমর্থকরা আনন্দ মিছিল করতে শুরু করেন। হাতে তৃণমূলের পতাকা নিয়ে জড়ো হয়ে পটাকা ফোটানো হয়।

বিজেপি অফিসের সামনে পুলিশ ব্যারিকেড বসিয়ে আনন্দ মিছিলে বাধা দিলেও তা উপেক্ষা করে উল্লাস করেছেন তৃণমূলের কর্মী-সমর্থকরা।

পশ্চিমবঙ্গের করোনা পরিস্থিতিতে গত সপ্তাহে পশ্চিমবঙ্গের নির্বাচন কমিশন আদেশ দিয়েছিল, বিধানসভার ফলাফল ঘোষণার দিন কোনো দলই বিজয় মিছিল বের করতে পারবে না।

ইন্ডিয়ান এক্সপ্রেস জানায় নিষেধাজ্ঞা উপেক্ষা করেই বিভিন্ন এলাকায় আনন্দ মিছিল চলছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি কালীঘাটের সামনেও সবুজ আবির খেলায় মেতেছেন ঘাসফুল দলের কর্মীরা। রাজ্যের বিভিন্ন জায়গার চিত্র কমবেশি একই।

এবিপি আনন্দ জানায়, এখনও পর্যন্ত ২৯২ আসনের মধ্যে তৃণমূল এগিয়ে রয়েছে ২০২টি কেন্দ্রে, বিজেপি ৮৬ আসনে। যদিও এখনও কয়েকটি রাউন্ডের গণনা বাকি আছে।

আরও পড়ুন:

পশ্চিমবঙ্গে আবারও মমতা

পশ্চিমবঙ্গ: ভোটের প্রবণতা তৃণমুলের পক্ষে

পশ্চিমবঙ্গ: প্রথম রাউন্ডের গণনায় তৃণমূল এগিয়ে

 

পশ্চিমবঙ্গ: হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত

Comments

The Daily Star  | English

NCC ex-mayor Selina Hayat Ivy arrested

She was arrested around 5:45am today following a night-long raid at her Deobhog residence

1h ago