গোল আসবেই, বিশ্বাস ছিল জিদানের

ছবি: সংগৃহীত

একটি গোলের জন্য অপেক্ষা করতে হয় ম্যাচের ৭৬ মিনিট পর্যন্ত। টানা তিন ম্যাচে দুটি ড্রয়ের পর তাই আরও একবার হোঁচট খাওয়ার শঙ্কায় পড়ে গিয়েছিল দলটি। তবে শেষ রক্ষা হয়েছে। ওসাসুনাকে হারিয়ে দারুণভাবেই লিগ শিরোপা ধরে রাখার মিশনে রয়েছে লস ব্লাঙ্কোসরা। তবে ড্র হওয়ার শঙ্কা কাজ করেনি কোচ জিনেদিন জিদানের মনে। শিষ্যরা গোল দিবেন এমন বিশ্বাসই ছিল তার।

শনিবার রাতে আলফ্রেদো দি স্তেফানো স্টেডিয়ামে ওসাসুনাকে ২-০ গোলের ব্যবধানে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। ম্যাচের ৭৬তম মিনিটে ইস্কোর কর্নার কিক থেকে দারুণ এক হেডে দলকে এগিয়ে দেন এদের মিলিতাও। এর মিনিট চার পরেই ব্যবধান দ্বিগুণ করেন কাসেমিরো।

তবে ৭৬ মিনিট পর্যন্ত গোল না পেলে হোঁচট খাওয়ার শঙ্কায় পড়া স্বাভাবিক যে কোনো দলের জন্য। কিন্তু শুরু থেকেই দারুণ ছন্দে থাকা রিয়ালের খেলার ধরণের কারণেই আত্মবিশ্বাস ছিল জিদানের। প্রথমার্ধেই পাঁচটি পরিষ্কার সুযোগ পেয়েছিল দলটি। কিন্তু ফরোয়ার্ডদের ব্যর্থতায় তা গোলে পরিণত হয়নি। তাই বিরতির সময় শিষ্যদের শান্ত থেকে ধৈর্য ধরে খেলার পরামর্শ দেন জিদান। আর তার সুফল শেষ পর্যন্ত পেয়েছে দলটি।

'প্রথমার্ধে, আমরা গোল করার পরিষ্কার পাঁচটি সুযোগ তৈরি করেছি এবং তা থেকে গোল আদায় করতে না পারা ছিল হতাশাব্যঞ্জক। আমি বিরতিতে তাদের বলেছিলাম যে গোল আসতে চলেছে। ধৈর্য ধরে খেলে যাও।'

সবমিলিয়ে শিষ্যদের নিবেদনে দারুণ খুশি এ ফরাসি কোচ, 'আবারও একটি ক্লিন শিট। আপনাকে অবশ্যই সন্তুষ্ট হতে হবে। এটা দারুণ একটি জয়। খেলা শেষে আমার উদযাপনটি আমার খেলোয়াড়দের জন্য ছিল।... সবমিলিয়ে আমি আমি তাদের নিবেদনে খুব খুশি, মাঠে তারা অনেক সংগ্রাম করেছে।'

তবে শেষ পর্যন্ত যদি ম্যাচটি না জিততে পারতো তাহলে ব্যাপক সমালোচনার মধ্যে পড়ে যেত দলটি। এল ক্লাসিকো জয়ের পর শীর্ষস্থান ধরে রাখার দারুণ সুযোগ ছিল তাদের। কিন্তু দুটি ড্রয়ে সমীকরণ কঠিন করে ফেলে দলটি। তাই শেষ পর্যন্ত গোল পাওয়ায় যেন মুক্তি মিলেছে তাদের। জিদানের ভাষায়, ' আমি জানি যে গোলটি আমাদের মুক্তি এনে দিয়েছে। আমার জন্যও বটে।'

Comments

The Daily Star  | English

JP, Gono Odhikar clash in Kakrail

Leaders and activists of Jatiya Party and Gono Odhikar Parishad clashed in front of the former’s central office in the capital’s Kakrail yesterday.

2h ago