লকডাউনের বৈধতা নিয়ে করা রিটের আদেশ মঙ্গলবার
করোনা সংক্রমণ রোধে চলমান লকডাউনের বৈধতা প্রশ্নে করা রিট আবেদনের ওপর আগামী মঙ্গলবার আদেশ দেবেন আদালত।
আজ রোববার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের হাইকোর্ট বেঞ্চ আদেশের তারিখ নির্ধারণ করেন।
গত ২৫ এপ্রিল সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ইউনুস আলী আকন্দ পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন (পিআইএল) বা জনস্বার্থে রিট আবেদন করেছিলেন।
আবেদনে লকডাউন প্রত্যাহার এবং জরুরি পরিস্থিতি সৃষ্টি না হলে পুনরায় লকডাউন না দেওয়ার নির্দেশনা চাওয়া হয়।
এতে বলা হয়, মুক্তভাবে চলাফেরা করতে পারা নাগরিকের মৌলিক অধিকার। চলমান লকডাউনের কারণে বিচার ব্যবস্থা বাধাগ্রস্ত হচ্ছে। মানুষ চলাফেরা করতে পারছে না এবং আদালতে আসতে পারছে না। এই বিধিনিষেধ আমাদের সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক।
দেশে কোনো জরুরি পরিস্থিতি সৃষ্টি হয়নি। অথচ লকডাউন ঘোষণা হয়েছে। সরকারের এই সিদ্ধান্ত কেন অবৈধ এবং অসাংবিধানিক ঘোষণা করা হবে না মর্মে রুল চাওয়া হয়।
ইউনুস আলী আকন্দ দ্য ডেইলি স্টারকে বলেন, ‘ইন্টারনেট জটিলতায় তিনি ঠিক মতো যুক্তিতর্ক উপস্থাপন করতে পারেননি। আদালত অনুমতি দিলে মঙ্গলবার আমি আমার বক্তব্য সঠিকভাবে তুলে ধরবো।’
Comments