চলচ্চিত্র শিল্পকে বহুদূর নিয়ে গেছেন সত্যজিৎ রায়: ববিতা

ভারতীয় উপমহাদেশের অন্যতম সেরা চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায়। আজ ২ মে তার জন্ম শতবার্ষিকী। সত্যাজিৎ রায়ের সঙ্গে কাজ করেছিলেন বাংলা সিনেমার সোনালী দিনের নায়িকা ববিতা। সত্যজিৎ রায়ের সঙ্গে রয়েছে তার অজস্র স্মৃতি। সম্প্রতি সেসব স্মৃতির কথা দ্য ডেইলি স্টারকে বলেছেন ববিতা।
সত্যজিৎ রায়। ছবি: সংগৃহীত

ভারতীয় উপমহাদেশের অন্যতম সেরা চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায়। আজ ২ মে তার জন্ম শতবার্ষিকী। সত্যাজিৎ রায়ের সঙ্গে কাজ করেছিলেন বাংলা সিনেমার সোনালী দিনের নায়িকা ববিতা। সত্যজিৎ রায়ের সঙ্গে রয়েছে তার অজস্র স্মৃতি। সম্প্রতি সেসব স্মৃতির কথা দ্য ডেইলি স্টারকে বলেছেন ববিতা।

ববিতা। ছবি: স্টার

ববিতা বলেন, ‘সত্যজিৎ রায়ের কাজের ধরণ ছিল অন্যদের চেয়ে আলাদা। কেন আলাদা? কারণ, তিনি ক্যামেরার সামনে একরকম, ক্যামেরা কাজ শেষ হয়ে গেলে ছিলেন আরেকরকম। ক্যামেরার সামনে পরিচালনা ছাড়া আর কিছু বুঝতেন না। কাজটাই তার কাছে সব। কাজ পাগল মানুষ ছিলেন তিনি। কাজ সুন্দর করতে যা যা প্রয়োজন তাই করতেন।’

‘অনেক পরিচালকই নিজস্ব একটা ধারা তৈরি করতে সক্ষম হয়েছিলেন। আমাদের ভারতীয় উপমহাদেশের নন্দিত চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায়ও নিজস্ব ধারা তৈরি করেছিলেন। তার কাজই সেটা প্রমাণ করেছে,’ বলেন ববিতা।

তিনি বলেন, ‘এ কারণেই সত্যজিৎ রায় আজও আলাদা। সত্যজিৎ রায় তার কাজ দিয়ে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন।’

ববিতা বলেন, ‘একটি দৃশ্য কত সুন্দরভাবে ফুটিয়ে তোলা যাবে, তার জন্য যা দরকার সেটাই সবাইকে দিয়ে করিয়ে নিতেন। এজন্যই তিনি আলাদা। এজন্যই তিনি সত্যজিৎ রায়। শান্তি নিকেতনে শুটিংয়ের কথা বলছি। যতক্ষণ শুটিং করেছি ততক্ষণ আমরা ডুবে থেকেছি কাজ নিয়ে। কাজটাই সব। কিন্তু, শুটিং শেষে তিনি অন্য মানুষ। সবার সঙ্গে আড্ডা দেওয়া, মন খুলে কথা বলা, অথচ কাজের সময় তা ছিল না।’

তিনি আরও বলেন, ‘কেউ কেউ বলেন মানুষ হিসেবে তিনি ছিলেন গম্ভীর। আমার কাছে তা মনে হয়নি। আমার কাছে সব সময় মনে হয়েছে তিনি একজন ভাবুক মানুষ। একজন পরিপূর্ণ শিল্পী মন তার মাঝে বাস করত। সৃষ্টির নেশায় বুদ হয়ে থাকতেন সবসময়। নতুন নতুন সৃষ্টির নেশা তাকে তাড়িয়ে বেড়াত। হয়ত বা গম্ভীর ছিলেনও, কিন্ত আমার চোখে পড়েনি। আমি তার কাজটাই দেখেছি।’

ববিতা বলেন, ‘পরিচালক হিসেবে তার তুলনা হয় না। তার তুলনা তিনি নিজেই। জহির রায়হানের সঙ্গে কাজ করেছি। আমজাদ হোসেনের সঙ্গে কাজ করেছি। আরও অনেক বিখ্যাত পরিচালকের সঙ্গে কাজ করেছি। কিন্ত, সত্যজিৎ রায় ভিন্ন ধাঁচের মানুষ। পরিচালক হিসেবে তার সঙ্গে কাউকে তুলনা করতে চাই না। তার তুলনা কেবল তিনি নিজে।’

ববিতা দ্য ডেইলি স্টারকে বলেন, ‘সত্যজিৎ রায় অনেক গুণী মানুষ ছিলেন। কিন্ত আমার কাছে তিনি একজন পরিচালক। শুধুই পরিচালক। তার বই আমি পড়েছি। তার সব গুণ সম্পর্কে জেনেছি। কিন্ত, তাকে সবসময় ভেবেছি একজন পরিচালক। চলচ্চিত্র শিল্পকে সত্যজিৎ রায় বহুদূর নিয়ে গেছেন। সারা বিশ্বের সিনেমাপ্রেমীরা তার নাম জানেন। কাজেই তিনি আমার কাছে  একজন পরিচালক, একজন সিনেমার কারিগর।’

‘আজ সত্যজিৎ রায়ের জন্মদিন। দূর থেকে তাকে জানাই জন্মদিনের শুভেচ্ছা। তিনি যেখানে আছেন-ভালো থাকুন,’ যোগ করেন ববিতা।

Comments

The Daily Star  | English

After OCs, EC orders to transfer UNOs

In the first phase, it asked to transfer all UNOs who have been working in their respective upazilas for more than a year

2h ago