কক্সবাজারে পথশিশুকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩
কক্সবাজার শহরে ১১ বছরের এক পথশিশুকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন- কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার মোহামমদ আরিফ ২৪) উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শিবিরের মো. রাশেদ (২০) ও মোহাম্মদ জুয়েল। তারা তিন জন পেশাদার ছিনতাইকারী ও ভবঘুরে বলে জানিয়েছে পুলিশ।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুনীর উল গীয়াস বলেন, গত শুক্রবার ভোরে লাবণী পয়েন্টের পাশে ধর্ষণের ঘটনা ঘটে। পরে সৈকতের সি-গাল, সুগন্ধা পয়েন্ট ও লাইট হাউস এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত তিনকে গ্রেপ্তার করা হয়। শনিবার গ্রেপ্তার তিন জনকে আদালতের আদেশে জেলা কারাগারে পাঠানো হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদের জন্য চার দিনের রিমান্ড চেয়ে কক্সবাজার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে আবেদন করা হয়েছে। মেয়ে শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কক্সবাজার শহরে পথশিশুদের নিয়ে কাজ করা ‘নতুন জীবন’ সংগঠনের সভাপতি সংবাদকর্মী ওমর ফারুক দ্য ডেইলি স্টারকে বলেন, পথশিশুটি তাদের সংগঠনের সদস্য ও সুবিধাভোগী। শিশুটিকে ধর্ষণের ঘটনায় সংগঠনের সদস্য মোহাম্মদ জোবাইর বাদি হয়ে কক্সবাজার সদর মডেল থানায় গতকাল শনিবার মামলা করেন।
ওমর ফারুক বলেন, শিশুটি মৃতপ্রায় অবস্থায় ফুলের বাগানের ভেতরে পড়ে ছিল। সৈকতে হাঁটতে যাওয়া এক নারী তাকে দেখতে পায়। শিশুটির কেউ নেই।
Comments