সুন্দরবনের খালে বিষ দেওয়ায় ৩ জেলে গ্রেপ্তার

arrest logo
প্রতীকী ছবি। স্টার অনলাইন গ্রাফিক্স

সাতক্ষীরা রেঞ্জের পশ্চিম সুন্দরবনের ভেতরে তেরকাটি খালে বিষ দেওয়ায় তিন জেলেকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ সোমবার ভোর ৬টার দিকে সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা (এসও) সুলতান আহম্মেদের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের আটকের পর বন আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন— শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের পূর্ব কালিনগর গ্রামের ইসমাইল মোড়ল, ইসরাফিল মোড়ল ও হোসাইন গাজী।

সাতক্ষীরা সহকারী বন সংরক্ষক (এসসিএফ) এম. এ. হাসান দ্য ডেইলি স্টারকে বলেন, ‘সুন্দরবনে তেরকাটি খালে বিষ দিয়ে মাছ ধরার সংবাদ গোপনে জানার পর বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা সুলতান আহম্মেদের নেতৃত্বে তৎক্ষণাৎ অভিযান চালানো হয়। সেসময় ঘটনাস্থল থেকে তিন জেলেকে আটক করা হয়েছে।’

জেলেদের কাছ থেকে বিষের বোতল, জাল, মাছ ও নৌকা জব্দ করে তাদেরকে বন আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

Comments

The Daily Star  | English

Trump says not yet made decision on whether to attack Iran

Israel army says struck Iran centrifuge production, weapons manufacturing sites

1d ago