বার্সার পেনাল্টি দুঃস্বপ্ন চলছেই
চলতি মৌসুমে দুই মাদ্রিদের বিপক্ষে হারের পর রেফারিকে কাঠগড়ায় তুলেছিল বার্সেলোনা। তাদের দাব ন্যায্য পেনাল্টি থেকে বঞ্চিত করা হয় তাদের। শুধু এ দুই ম্যাচ না আরও বেশ কিছু ম্যাচ শেষেই এমন দাবী ছিল তাদের। কিন্তু পেনাল্টি পেলেই কি লক্ষ্যভেদ করতে পারতো দলটি? পরিসংখ্যান বলছে 'না'। চলতি মৌসুমে স্পট কিক থেকে গোল আদায় করে নেওয়া যেন কঠিনতম কাজ হয়ে গেছে দলটির জন্য।
পেনাল্টি থেকে গোল আদায় করার ক্ষেত্রে বার্সেলোনার রেকর্ডটা এতোই খারাপ যে ইউরোপের শীর্ষ দল তো বটেই মাঝারী সারির দলেরও পরিসংখ্যান তাদের চেয়ে ভালো। সব প্রতিযোগিতা মিলে স্পট কিক থেকে মাত্র ৫৯ শতাংশ গোল দিতে পেরেছে দলটি।
এ মৌসুমে মোট ১৭টি পেনাল্টি পেয়েছে বার্সেলোনা। এরমধ্যে গোল দিতে পেরেছে ১০টি। মিস ৭টি। এরমধ্যে অধিনায়ক লিওনেল মেসিই মিস করেছেন ৩টি। আগের দিন ভ্যালেন্সিয়ার বিপক্ষে মিস ছাড়াও চ্যাম্পিয়ন্স লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে পিএসজির বিপক্ষে মিস করেছেন তিনি।
অথচ আগের দিন ফ্রিকিক থেকে অসাধারণ এক গোল দিয়েছেন মেসি। বার্সার জার্সিতেই ফ্রিকিক থেকে তার গোল সংখ্যা দাঁড়ালো ৫০টি। ২০/২৫ গজ দূর থেকে গোল করাতা যতোটা সহজ এ তারকার জন্য ১২ গজ দূর থেকে লক্ষ্যভেদ করাটা ঠিক যেন তার উল্টো।
মেসি ছাড়া ভিন্ন খেলোয়াড় দিয়েও চেষ্টা করেছিল বার্সেলোনা। কিন্তু সেখানেও সাফল্য মিলেনি। ব্যর্থতার হার বেড়েছে আরও। উসমান দেম্বেলে, আতোঁয়ান গ্রিজমান ও মার্টিন ব্র্যথওয়েট দুটি করে স্পট কিক নিয়েছেন। প্রত্যেকেই দিয়েছেন একটি করে গোল। অর্থাৎ প্রত্যেকেই মিস করেছেন একটি করে। এছাড়া মিরালেম পিয়ানিচ একটি পেনাল্টি নেওয়ার সুযোগ পেয়ে মিস করেছেন সেটা।
Comments