বাগেরহাট

সুন্দরবনে আগুন, নিয়ন্ত্রণের চেষ্টায় ফায়ার সার্ভিস

সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের দাসের ভারানি এলাকায় আগুন লেগেছে। আজ সোমবার দুপুর এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের দাসের ভারানি এলাকায় গতকাল সোমবার আগুন লাগে। ছবি: সংগৃহীত

সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের দাসের ভারানি এলাকায় আগুন লেগেছে। আজ সোমবার দুপুর এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোহাম্মদ বেলায়েত হোসেন দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মোরেলগঞ্জ এবং শরণখোলা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট, বন বিভাগ এবং স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। তবে, সাড়ে চার ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি।

এর আগে, গত ৮ ফেব্রুয়ারি আগুন লেগে সুন্দরবনে অন্তত তিন দশমিক বনভূমি পুড়ে যায়। এ নিয়ে, গত ২০ বছরে সুন্দরবনে ২৫ বার আগুন লাগল।

সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের শরণখোলা স্টেশন অফিসার আব্দুল মান্নান বলেন, ‘জঙ্গলের আগুন থেকে ধোঁয়া দেখে স্থানীয়রা আমাদের খবর দিলে আমরা ঘটনাস্থলে যাই। সিপিজি সদস্য, গ্রামবাসী এবং বন বিভাগের ভোলা ও ধন সাগর ক্যাম্পের সদস্যরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। প্রায় দেড় থেকে দুই একর জঙ্গলে আগুন জ্বলছে।’

সুন্দরবন কো-ম্যানেজমেন্ট কমিটির প্রাক্তন চেয়ারম্যান এবং রায়ন্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদউজ্জামান মিলন বলেন, ‘সুন্দরবনে অগ্নিকাণ্ডের পুনরাবৃত্তি নিয়ে আমরা উদ্বিগ্ন। আগুন লাগার কারণ পরিষ্কার নয়। যখনই আগুন লাগে, তখন তদন্ত কমিটি গঠন করা হয়। আগুনের মূল রহস্য অবশ্যই প্রকাশ করতে হবে।’

তিনি দাবি করেন, ভবিষ্যতে আগুন যাতে না লাগে সে ব্যবস্থা করা হোক। 

তিনি আরও বলেন, ‘আমাদের মায়ের মতো সুন্দরবন হারানোর কারণ জানার অধিকার আমাদের আছে। সুন্দরবনে এই আগুন মানবসৃষ্ট কি না, তা খুঁজে বের করাও প্রয়োজন।’

বাগেরহাট সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর গোলাম সারোয়ার জানিয়েছেন, শরণখোলা ও মোরেলগঞ্জে স্টেশনের সদস্যরা সুন্দরবনে আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন। এলাকায় ফায়ার লাইন কাটা হয়েছে। পানির উৎস পাওয়া গেছে। আশা করি অল্প সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে।

সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোহাম্মদ বেলায়েত হোসেন বলেন, ‘সুন্দরবনে দাসের ভারানি এলাকার কয়েকটি জায়গায় আগুন লেগেছে। যে এলাকায় আগুন লেগেছিল সেখানে সুন্দরী গাছের সংখ্যা কম। ফায়ার সার্ভিস এবং বনকর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন। ক্ষয়ক্ষতির পরিমাণ এবং আগুন লাগার কারণ নির্ধারণের জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হবে।’

Comments

The Daily Star  | English
Why university rankings should matter

Why university rankings should matter

While no ranking platform is entirely comprehensive or flawless, it is better to participate in reliable ones.

7h ago