ফলাফলের রাতে বাম-বিজেপির ওপর হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ
ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের রাতেই বিরোধী বাম ও বিজেপির কর্মী-সমর্থকদের ওপর হামলা এবং তাদের বাড়িতে ভাঙচুর ও লুটপাট চালানোর অভিযোগ উঠেছে ক্ষমতাসীন তৃণমূলের বিরুদ্ধে। তৃণমূলের কর্মী-সমর্থকরা তাদের দলীয় কার্যালয়গুলোতেও ভাঙচুর চালাচ্ছে বলে অভিযোগ করেছে বাম-বিজেপি।
সিপিআইএমের অভিযোগ, যাদবপুর বিধানসভা কেন্দ্রের ১০১ নম্বর ওয়ার্ডের রবীন্দ্রপল্লীর রায়পুরে তাদের দলীয় অফিসে ভাঙচুর চালিয়েছে তৃণমূল সমর্থকরা। একইসঙ্গে তাদের চার সমর্থকের বাড়িতেও গতকাল রাতে হামলা চালানো হয়েছে। এ ছাড়া, পূর্ব বর্ধমান জেলার বর্ধমান দক্ষিণ কেন্দ্রেও গতকাল ভোটের ফল প্রকাশের পর সিপিআইমের কর্মী-সমর্থকদের ওপর তৃণমূল হামলা চালিয়েছে বলে অভিযোগ তুলেছে দলটি।
বিজেপির অভিযোগ, কলকাতার মানিকতলা কেন্দ্রের কাঁকুড়গাছির ৩০ নম্বর ওয়ার্ডের শীতলাতলা লেনে তৃণমূলের হাতে তাদের এক সমর্থক খুন হয়েছেন। উত্তর চব্বিশ পরগনার পানিহাটিতে কংগ্রেস থেকে বিজেপিতে যাওয়া পরাজিত প্রার্থী সন্ময় বন্দ্যোপাধ্যায়ের ওপরও তৃণমূলের কর্মী-সমর্থকরা হামলা করেছেন বলে অভিযোগ তুলেছে বিজেপি। এ ছাড়া, গতকাল রাতে রাণীগঞ্জে বিজেপির দলীয় কার্যালয়ে তৃণমূল আগুন দিয়েছে বলে অভিযোগ দলটির।
সদ্য নির্বাচিত আইএসএফের (ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট) বিধায়ক নওশাদ সিদ্দিকির এক সহকারী অভিযোগ করেন, সংযুক্ত মোর্চার জেতা একমাত্র আসন দক্ষিণ চব্বিশ পরগণার ভাঙরের ক্যানিং সীমানায় প্রায় ১৬০টি মুসলিম পরিবারের বাড়িতে গতকাল রাতে ভাঙচুর চালানো হয়েছে। এ পরিবারগুলো খুবই দরিদ্র বলে জানান তিনি।
আরও পড়ুন:
ইতিহাস সৃষ্টি করেও নন্দীগ্রামে মমতা পরাজিত
Comments