এখনো জ্বলছে সুন্দরবনের আগুন, তদন্ত কমিটি
সুন্দরবনের শরণখোলা রেঞ্জের দাসের ভারানি এলাকায় লাগা আগুন এখনো পুরোপুরি নিভে যায়নি, তবে নিয়ন্ত্রণে রয়েছে। আজ মঙ্গলবার সকাল থেকে পূর্ব বন বিভাগ এবং ফায়ার সার্ভিসের কর্মীরা যৌথভাবে আগুন নেভাতে কাজ শুরু করে।
বাগেরহাট সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর গোলাম সারোয়ার দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন, লোকালয় থেকে প্রায় সাত কিলোমিটার ভেতরে আগুন জ্বলছে।
তিনি বলেন, ‘যেখানে আগুনের সূত্রপাত হয়েছিল সেখানে পানির কোনো উৎস নেই। আমরা সাড়ে চার কিলোমিটার দীর্ঘ পাইপের মাধ্যমে পানি সরবরাহ নিশ্চিত করেছি। আগুন নিয়ন্ত্রণে আছে, আশা করছি আজকের মধ্যে সম্পূর্ণ নিভে যাবে।
গতকাল দুপুরে আগুনের সূত্রপাত হওয়ার পরে মোরেলগঞ্জ এবং শরণখোলা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট, বন বিভাগ এবং স্থানীয় বাসিন্দারা প্রায় সাড়ে চার ঘণ্টার চেষ্টায় নেভাতে ব্যর্থ হন।
এ ঘটনায় গতকাল সন্ধ্যায় সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক জয়নাল আবেদীনকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
কমিটির বাকি সদস্যরা হলেন— শরণখোলা স্টেশন অফিসার আবদুল মান্নান এবং ধানসাগর স্টেশন অফিসার মো. ফরিদুল ইসলাম। সাত কার্য দিবসের মধ্যে কমিটিকে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোহাম্মদ বেলায়েত হোসেন বলেন, আজ সকাল থেকেই আগুন নেভানোর চেষ্টা করা হচ্ছে। আগুনে তেমন বড় ক্ষতি হয়নি।
আরও পড়ুন
সুন্দরবনে আগুন, নিয়ন্ত্রণের চেষ্টায় ফায়ার সার্ভিস
Comments