ম্যানসিটির বিপক্ষে খেলবেন তো এমবাপে?

চ্যাম্পিয়ন্স লিগের প্রথমে লেগের ম্যাচে ঘরের মাঠে কাঙ্ক্ষিত ফলাফল পায়নি পিএসজি। দুটি অ্যাওয়ে গোল নিয়ে এগিয়ে গিয়েছে প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটি। দ্বিতীয় লেগে তাই দুর্দান্ত কিছু করতে না পারলে আসর থেকে এবার সেমিতেই বিদায় নিতে হবে গতবারের ফাইনালিস্টদের। কিন্তু এমন ম্যাচে কি-না দলের সেরা তারকাকে নিয়ে শঙ্কায় তারা। চোট কাটিয়ে অনুশীলনে ফিরলেও ম্যাচে খেলতে পারবেন কি-না তা সন্দিহান দলের কোচ মাউরিসিও পচেত্তিনো।
ছবি: সংগৃহীত

চ্যাম্পিয়ন্স লিগের প্রথমে লেগের ম্যাচে ঘরের মাঠে কাঙ্ক্ষিত ফলাফল পায়নি পিএসজি। দুটি অ্যাওয়ে গোল নিয়ে এগিয়ে গিয়েছে প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটি। দ্বিতীয় লেগে তাই দুর্দান্ত কিছু করতে না পারলে আসর থেকে এবার সেমিতেই বিদায় নিতে হবে গতবারের ফাইনালিস্টদের। কিন্তু এমন ম্যাচে কি-না দলের সেরা তারকাকে নিয়ে শঙ্কায় তারা। চোট কাটিয়ে অনুশীলনে ফিরলেও ম্যাচে খেলতে পারবেন কি-না তা সন্দিহান দলের কোচ মাউরিসিও পচেত্তিনো।

সিটির বিপক্ষে প্রথম লেগের ম্যাচেই পায়ের পেশীর চোটে পড়েছিলেন এমবাপে। যে কারণে নিজের সেরাটা দিয়ে খেলতে পারেননি সেদিন। পুরো ম্যাচেই নিজের ছায়া হয়ে রয়েছিলেন। পরে লিগ ওয়ানের ম্যাচে লঁসের ২-১ গোলে জয় পায় ম্যাচে মাঠেই নামতে পারেননি তিনি। তাই স্বাভাবিকভাবেই বড় দুশ্চিন্তায় আছেন পিএসজি কোচ।

তবে কিছুটা স্বস্তির খবর আগের দিন নিজে নিজে অনুশীলন শুরু করেছেন এমবাপে। তবে শেষ পর্যন্ত মাঠে থাকতে পারবেন কি-না তা এখনও নিশ্চিত নন আর্জেন্টাইন কোচ, 'কিলিয়ানের অবস্থা কেমন সেটা আমাদের দেখতে হবে। আজকে (সোমবার) সে নিজে নিজে অনুশীলন করা শুরু করেছে এবং দেখা যাক সে দলের সঙ্গে যোগ দিতে পারে কি না। এখনো এক দিন বাকি আছে। আমরা দেখব এরপর সিদ্ধান্ত নিব ও সিটির বিপক্ষে খেলবে কি না। আমরা আগামীকাল (আজ) সিদ্ধান্ত নিব।'

সিটির বিপক্ষে প্রথম লেগে প্রত্যাশা অনুযায়ী খেলতে না পারলেও আসর জুড়ে দারুণ খেলেছেন এমবাপে। লিগে করেছেন সর্বোচ্চ ২৫ গোল। আর চ্যাম্পিয়ন্স লিগে গোল ৮টি। শেষ ষোলোর ম্যাচে বার্সেলোনার মাঠে হ্যাটট্রিক করে দলকে কোয়ার্টার ফাইনালে তোলার মূল নায়ক ছিলেন তিনি। শেষ আটের ম্যাচেও বায়ার্ন মিউনিখের মাঠে জোড়া গোল পেয়েছেন ২২ বছর বয়সী এ ফরোয়ার্ড। পাশাপাশি সতীর্থদের দিয়ে গোল করানোতেও রেখেছেন অবদান।

তবে গত বুধবারের  ফলাফল নিয়ে ভাবাচ্ছে দলটিকে। প্রথম লেগের সে ম্যাচে সিটির কাছে ২-১ গোলের ব্যবধানে হেরে গেছে পিএসজি। সিটির মাঠে জয়ের সঙ্গে সঙ্গে ব্যবধান নিয়েও ভাবতে হবে তাদের। কমপক্ষে দুই গোল চাই তাদের। পচেত্তিনোর ভাষায়, 'ম্যাচে আমাদের কিছু অংশে সংগ্রাম করার জন্য প্রস্তুত থাকতে হবে। যখন আমাদের সুযোগ আসবে সেটা কাজে লাগাতে হবে এবং আগ্রাসী থাকতে হবে। এটা ৯০ মিনিটের খেলা এবং আমাদের দুটি গোল চাই।'

এর জন্য শিষ্যদের আগ্রাসী ফুটবল খেলার তাগিদ দিলেন এ কোচ, 'ফাইনালে যেতে হলে আমাদের কমপক্ষে ২টি গোল দিতে হবে। এটাই আমাদের উদ্দেশ্য এবং আমরা চেষ্টা করতে যাচ্ছি। তাদের একটি সুবিধা রয়েছে, ২-১, এবং আমাদের তাই ঝুঁকি নিতে হবে। আমাদের সাহসী হতে হবে, চতুর হতে হবে, বিশ্বাস করতে হবে এবং আমাদের গুণাগুণকে মাঠে দেখাতে হবে।'

Comments