চাকরি নিয়ে উদ্বিগ্ন নন, দেশে ফিরে জানালেন ডমিঙ্গো

শ্রীলঙ্কা সফরে যাওয়ার আগেই গুঞ্জন ছিল, খারাপ করলে বরখাস্ত হতে পারেন প্রধান কোচ রাসেল ডমিঙ্গো।
Russell Domingo
ছবি: ফিরোজ আহমেদ

শ্রীলঙ্কা সফরে যাওয়ার আগেই গুঞ্জন ছিল, খারাপ করলে বরখাস্ত হতে পারেন প্রধান কোচ রাসেল ডমিঙ্গো। দল সব মিলিয়ে খারাপ ফল করার পর সেই গুঞ্জন আরও ডানা মেলে। তবে মঙ্গলবার লঙ্কা সফর শেষে দেশে ফিরে ডমিঙ্গো জানালেন, এই নিয়ে একদমই উদ্বিগ্ন নন তিনি।

শ্রীলঙ্কায় গিয়ে দুই টেস্ট সিরিজে বাংলাদেশ হেরেছে ১-০ ব্যবধানে। নিষ্প্রাণ উইকেটে প্রথম টেস্ট ড্র করতে পারলেও পরের টেস্টে হেরেছে ২০৯ রানের বড় ব্যবধানে। সিরিজ শেষ করে মঙ্গলবার বিকেল ৪টায় ভাড়া করা একটি বিমানে দেশে ফেরে বাংলাদেশ দল।

এই হারের পর দলের পরিকল্পনা, একাদশ, অ্যাপ্রোচ নিয়ে উঠে নানান প্রশ্ন। জাতীয় দলের সঙ্গে ডমিঙ্গো অধ্যায়েরও ইতি হয়ে যাচ্ছে কিনা তা নিয়েও চলছে কৌতূহল।

বিমানবন্দরে সাংবাদিকদের কাছে নিজের পদ নিয়ে শঙ্কার কথা একদম উড়িয়ে দেন তিনি,  ‘না আসলে (প্রধান কোচের পদে থাকা নিয়ে উদ্বিগ্ন কিনা)। আমি খেলোয়াড়দের সঙ্গে কাজ উপভোগ করছি। জাতীয় দলের সেট আপে আমি উপভোগ করছি। অবশ্যই অনেক কাজ করার আছে। আমার যখন আমরা ভালো করি না তখন ঘরোয়া ক্রিকেটের দিকে তাকানো উচিত। ক্রিকেটাররা কি সুবিধা পায় সেটা দেখা উচিত। অবশ্যই ফলটা ভাল ছিল না। কিন্তু আমি দলের সঙ্গে আছি, আত্মবিশ্বাস আছে সামনে ভাল করার।’

শ্রীলঙ্কা সফরকে একদম ব্যর্থতার বলতেও রাজী নন তিনি। জানান এখান থেকে ইতিবাচক অনেক কিছু নেওয়ার আছে, ‘এই সিরিজ থেকে আমাদের অনেক ইতিবাচক নেওয়ার আছে। আমার মনে হয় ছেলেরা প্রথম টেস্টে খুব ভাল খেলেছে। দ্বিতীয় টেস্ট টসটা গুরুত্বপূর্ণ ছিল। আমাদের বোলাররা লড়াই করেছে। ফল আমাদের পক্ষে না এলেও ইতিবাচক অনেক কিছু নেওয়ার আছে।’

সামনে ঘরের মাঠে আরও বড় পরীক্ষা বাংলাদেশের এই কোচের। সুপার লিগের অংশ হিসেবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ঈদের পর আসছে শ্রীলঙ্কা। ডমিঙ্গোর কথা মনে হলো ঘরের মাঠের এই সিরিজটাই ঠিক করে দেবে অনেক কিছু,  ‘দেশের মাঠে সিরিজ হারলে বড় প্রশ্ন দেখা দিবে। কাজেই শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডেতে নামার আগে ভাল প্রস্তুতি নিতে হবে। অতীত থেকে শিখতে হবে, সামনের দিকে ফোকাস করতে হবে।’

 

Comments

The Daily Star  | English

Six killed in Cox’s Bazar landslides amid relentless rain

Six people of two families died last night in separate landslides triggered by relentless rain in Cox’s Bazar Sadar upazila and at a Rohingya camp in Ukhiya upazila.

48m ago