স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হেফাজতের ১০ সদস্যের প্রতিনিধি দলের বৈঠক

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে তার রাজধানীর বাসায় বৈঠকে বসেছে হেফাজতে ইসলামের একটি প্রতিনিধি দল।
সম্প্রতি দেশব্যাপী কওমি মাদ্রাসাভিত্তিক সংগঠনটির তাণ্ডবের ঘটনায় এর শীর্ষ নেতাদের ওপর চলমান পুলিশি ক্র্যাকডাউনের বিষয়ে আলোচনা করতে তারা সেখানে গেছেন বলে জানা গেছে।
আজ মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে হেফাজতের বর্তমান আহ্বায়ক কমিটির সদস্যসচিব মাওলানা নুরুল ইসলাম জেহাদির নেতৃত্বে ১০ সদস্যের প্রতিনিধি দলটি স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় প্রবেশ করে।
প্রতিনিধি দলে হেফাজত নেতা আতাউল্লাহ হাফেজী ও আহ্বায়ক কমিটির সদস্য মিজানুর রহমানও আছেন বলে জানা গেছে।
হেফাজত সূত্র জানিয়েছে, হেফাজত নেতাদের গ্রেপ্তার বন্ধে এবং ইতোমধ্যে গ্রেপ্তারকৃত নেতাদের মুক্তির জন্য সংগঠনের প্রবীণ ও আপাতদৃষ্টিতে পরিচিত নেতাদেরকে সরকারের সঙ্গে আলোচনার জন্য কাজে লাগানো হচ্ছে।
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরিদুল হক খান বৈঠকে উপস্থিত আছেন বলেও জানা গেছে।
Comments