এমবাপে না থাকার অজুহাত দিচ্ছেন না পিএসজি কোচ

ছবি: সংগৃহীত

শেষ পর্যন্ত খেলতেই পারলেন না কিলিয়ান এমবাপে। আর পিএসজিও ছিটকে গেল চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনাল থেকে। অথচ আসরের এ পর্যায়ে দলকে টেনে আনার মুখ্য ভূমিকাই পালন করেছেন এ তরুণ। তবে এ ম্যাচে এমবাপে না থাকার কারণে হারেনি বলে মনে করেন দলের প্রধান কোচ মাউরিসিও পচেত্তিনো। ভাগ্যকেই দুষলেন এ আর্জেন্টাইন কোচ।

ইতিহাদে মঙ্গলবার রাতে সেমিফাইনালের দ্বিতীয় লেগে ম্যানচেস্টার সিটির কাছে ০-২ গোলে হেরে যায় পিএসজি। আগের লেগে তারা হেরেছিল ১-২ ব্যবধানে। দুই লেগ মিলিয়ে ৪-১ ব্যবধানে জিতে শিরোপার মঞ্চে জায়গা করে নিয়েছে ম্যানচেস্টারের দলটি।

অনেকেই কনে করছেন এমবাপে থাকলে ফলাফল হয়তো ভিন্নও হতে পারতো। যদিও আগের লেগে কিছু করতে পারেননি। কিন্তু চোটের কারণে সে ম্যাচে অস্বস্তিতে ছিলেন তিনি। এমনিতে অসাধারণ ছন্দে আছেন। লিগে করেছেন সর্বোচ্চ ২৫ গোল। আর চ্যাম্পিয়ন্স লিগে গোল ৮টি। শেষ ষোলোর ম্যাচে বার্সেলোনার মাঠে হ্যাটট্রিক করে দলকে কোয়ার্টার ফাইনালে তোলার মূল নায়ক ছিলেন তিনি। শেষ আটের ম্যাচেও বায়ার্ন মিউনিখের মাঠে জোড়া গোল পেয়েছেন ২২ বছর বয়সী এ ফরোয়ার্ড। পাশাপাশি সতীর্থদের দিয়ে গোল করানোতেও রেখেছেন অবদান।

তবে এমবাপের না থাকাকে অজুহাত হিসেব দ্বার করাতে চান না পচেত্তিনো। প্রতিপক্ষকে শুভেচ্ছা জানিয়ে এ কোচ বলেন, 'তারা পরিষ্কারভাবেই এগিয়েছিল। আমি ম্যানচেস্টার সিটিকে অভিনন্দন জানাই। তারা দারুণ একটি মৌসুম কাটাচ্ছে। এটা (এমবাপের না থাকা) কোনো অজুহাত হতে পারে না। আমরা একটি দল। অবশ্যই আমরা দুর্ভাগা যে সে আমাদের সাহায্য করতে পারেনি। তবে এটা কোনো অজুহাত নয়। দলের ভালো পারফরম্যান্সের জন্য এটা আমরা অজুহাত হিসেবে দ্বার করাতে পারি না। '

ভাগ্য সঙ্গে ছিল না বলেই হেরেছেন বলে মনে করেন এ আর্জেন্টাইন কোচ, 'আমরা যেভাবে পরিকল্পনা করেছিলাম সেভাবেই খেলতে পেরেছি। আমরা শুরুটা খুব ভালো করেছিলাম, সুযোগ তৈরি করেছি এবং ম্যানচেস্টার সিটিকে প্রভাব খাটিয়েছি। এটা সহজ ছিল না। মাঝেমাঝে ফুটবলে আপনার ভাগ্যের সহায়তাও লাগে। তারা এমন সময়ে গোল করেছে যখন আমরা লম্বা পাস দিয়ে খুব চাপ প্রয়োগ করছিলাম।'

হারলেও খেলোয়াড়দের নিবেদনে গর্বিত এ কোচ, 'সব খেলোয়াড়রাই হতাশ। আমরা ভালো করেছি। ম্যাচের পরিকল্পনা ভালো ছিল। এমন ম্যাচ থেকে বের করে আনার জন্য আমাদের ভাগ্যটাই সঙ্গে ছিল না। এটা দলের খুব কঠিন। তবে দল সবসময় লড়াই করেছে। যে কারণে আমি খেলোয়াড়দের নিয়ে গর্বিত। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আমরা ম্যাচে ছিলাম। অবশ্যই আমরা হতাশ। আমি মিথ্যে বলব না তবে আমরা ইতিবাচক রয়েছি।'

Comments

The Daily Star  | English
Vehicle sales decline Bangladesh

Vehicle sales plunged in 2024

This marked the steepest decline since the Covid-19 pandemic, when roughly 3.8 lakh vehicles were registered with the BRTA

13h ago