রায়হান হত্যা: এসআই আকবরসহ ৬ জনের বিরুদ্ধে পিবিআই’র চার্জশিট

রায়হান আহমেদ। ছবি: সংগৃহীত

সিলেটের বন্দরবাজার ফাঁড়িতে পুলিশি নির্যাতনে যুবকের মৃত্যুর অভিযোগে দায়ের হওয়া মামলায় অভিযোগপত্র দিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এতে ছয় জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।

আজ বুধবার সকাল ১১টার দিকে সিলেট আদালতে পুলিশের প্রসিকিউশন শাখায় পিবিআই অভিযোগপত্র জমা দেয়। পিবিআই সিলেটের বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ খালেদ-উজ-জামান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এতে বন্দরবাজার ফাঁড়ির ইনচার্জ ও বরখাস্তকৃত উপপরিদর্শক (এসআই) আকবর হোসেন ভুইয়া, বরখাস্তকৃত সহকারী উপপরিদর্শক (এএসআই) আশেকে এলাহী, হাসান উদ্দিন, কনস্টেবল হারুনুর রশিদ, টিটু চন্দ্র দাস ও স্থানীয় বাসিন্দা আব্দুল্লাহ আল নোমানের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।

মোহাম্মদ খালেদ-উজ-জামান আরও জানান, প্রসিকিউশন শাখার কর্মকর্তারা চার্জশিটটি ভার্চুয়াল আদালতে উপস্থাপন করবেন। আদালত তা গ্রহণ করলে বিচার প্রক্রিয়া শুরু হবে।

আরও পড়ুন

রায়হান হত্যা: এসআই আকবর আটক

আকবরনামা: এক অসৎ পুলিশের আখ্যান

পুলিশের নির্যাতনে মৃত্যুর অভিযোগ: অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা

রায়হান হত্যা: সিসি ক্যামেরার ফুটেজে গণপিটুনির প্রমাণ নেই

রায়হান হত্যা: দ্বিতীয় ময়নাতদন্তের প্রাথমিক প্রতিবেদন হস্তান্তর

রায়হান হত্যা: গ্রেপ্তার পুলিশ কনস্টেবল ৫ দিনের রিমান্ডে

রায়হান হত্যায় পুলিশ কনস্টেবল গ্রেপ্তার

রায়হান হত্যা: পুলিশ সদর দপ্তরের তদন্ত কমিটি গঠন

রায়হান হত্যা: বরখাস্তকৃত আরেক কনস্টেবল গ্রেপ্তার

রায়হান হত্যা: গ্রেপ্তার আরও ১, আবার রিমান্ডে কনস্টেবল টিটু

Comments

The Daily Star  | English

Parts of JP HQ set on fire

Protesters linked to Gono Odhikar Parishad demand ban on JP, accuse it of siding with Awami League

4h ago