কমলাপুরে ছিনতাইকারীর হ্যাঁচকা টানে রিকশা থেকে পড়ে নারীর মৃত্যু

রাজধানীর কমলাপুর এলাকায় ছিনতাইকারীর হ্যাঁচকা টানে রিকশা থেকে পড়ে সুনিতা রানী দাস (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। আজ বুধবার সকাল ১১টার দিকে ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সুনিতা রানী মারা যান।
Dhaka Map.jpg
স্টার ডিজিটাল গ্রাফিক্স

রাজধানীর কমলাপুর এলাকায় ছিনতাইকারীর হ্যাঁচকা টানে রিকশা থেকে পড়ে সুনিতা রানী দাস (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। আজ বুধবার সকাল ১১টার দিকে ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সুনিতা রানী মারা যান।

এদিন ভোর ৬টার দিকে কমলাপুর বিআরটিসি বাস ডিপোর চলন্ত রিকশা থেকে পড়ে গুরুতর আহত হন সুনিতা রানী। রাস্তায় পড়ে তিনি মাথায় আঘাত পান।

সুনিতার বাবার বাড়ি পুরান ঢাকার নারিন্দা এলাকায়, শ্বশুর বাড়ি টাঙ্গাইলে। স্বামী সুজন চন্দ্র দাস ও তিন ছেলেকে নিয়ে তিনি মুগদা গোপীবাগ ঋষিপাড়ায় থাকতেন এবং মুগদা বৌদ্ধ মন্দিরে পরিচ্ছন্নকর্মী হিসেবে কাজ করতেন।

সুনিতার ছেলে সুমন চন্দ্র দাস জানান, ভোর ৬টার দিকে সুনিতা রানী তার বড় বোনের ছেলে সুজিতকে নিয়ে রিকশায় বৌদ্ধমন্দিরে যাচ্ছিলেন। কমলাপুর এলাকায় পৌঁছালে একটি প্রাইভেটকার থেকে ছিনতাইকারী সুনিতার ভ্যানিটি ব্যাগ ধরে হ্যাঁচকা টান দেয়। রিকশা থেকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান সুনিতা। আহত অবস্থায় সুজিত ঋষিপাড়ার বাড়িতে নিয়ে আসে। তার পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসিন আরাফাত খান দ্য ডেইলি স্টারকে বলেন, পুলিশ প্রাইভেটকারটি শনাক্ত এবং ছিনতাইকারীদের আটক করার চেষ্টা করছে।

Comments