হেফাজতের প্রচার সম্পাদক জাকারিয়া নোমান গ্রেপ্তার
চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় গত মার্চে হেফাজতের তাণ্ডবের ঘটনায় সংগঠনটির কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক জাকারিয়া নোমান ফয়েজীকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ বুধবার কক্সবাজারের চকরিয়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আবদুল্লাহ আল মাসুম দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, চট্টগ্রাম জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) কক্সবাজারের চকরিয়া থেকে জাকারিয়া নোমান ফয়েজীকে গ্রেপ্তার করেছে।
তাণ্ডবের ঘটনায় মামলা দায়েরের পর থেকে তিনি চকরিয়ায় আত্মগোপনে ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
Comments