চূড়ান্ত হলো বাংলাদেশ-শ্রীলঙ্কার ওয়ানডে সিরিজের সূচি
তিনটি ওয়ানডে খেলতে চলতি মাসে বাংলাদেশ সফরে আসবে শ্রীলঙ্কা দল। সিরিজটি ওয়ানডে সুপার লিগের অংশ।
বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)। আগামী ১৬ মে বাংলাদেশে পা রাখবে তারা। সিরিজ শেষে তারা ফিরে যাবে ২৯ মে।
মূল লড়াইয়ের আগে নিজেদের মধ্যে একদিনের প্রস্তুতি ম্যাচ খেলবে লঙ্কানরা। সেটা আগামী ২১ মে সাভারের বিকেএসপিতে অনুষ্ঠিত হবে।
সিরিজের প্রথম ওয়ানডে হবে আগামী ২৩ মে। দ্বিতীয় ম্যাচটি মাঠে গড়াবে একদিন বিরতি দিয়ে। তৃতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে ২৮ মে। সবগুলো ম্যাচই দিবারাত্রির এবং হবে মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে।
ওয়ানডে সুপার লিগে এখন পর্যন্ত দুটি সিরিজ খেলেছে বাংলাদেশ। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করার পর নিউজিল্যান্ড সফরে তারা নিজেরা একই ভাগ্য বরণ করে।
শ্রীলঙ্কার বিপক্ষে দুই টেস্টের সিরিজ শেষে গতকাল মঙ্গলবার দেশে ফিরেছে বাংলাদেশ দল। প্রথম টেস্ট হয়েছিল ড্র। বাংলাদেশ পরের টেস্টে হারে ২০৯ রানের বিশাল ব্যবধানে।
বাংলাদেশের প্রাথমিক দল: তামিম ইকবাল, মোহাম্মদ নাঈম শেখ, ইমরুল কায়েস, লিটন কুমার দাস, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, মেহেদি হাসান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাসুম আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, শহিদুল ইসলাম।
Comments