বাংলাদেশ

লালমনিরহাটে দখলকৃত রাস্তা উদ্ধার

লালমনিরহাটের আদিতমারী উপজেলার শালমারা গ্রামে এক ব্যক্তির দখলে থাকা একটি রাস্তা উদ্ধার করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। আজ বুধবার দুপুরে স্থানীয় জনপ্রতিনিধিদের উপস্থিতিতে ইউএনও মুহাম্মদ মনসুর উদ্দিন রাস্তা উদ্ধার করে জনগণের ব্যবহারের জন্য উন্মুক্ত করে দেন।
লালমনিরহাটের আদিতমারী উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের শালমারা গ্রামে ব্যক্তির দখলে থাকা একটি রাস্তা উদ্ধার করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। ছবি: স্টার

লালমনিরহাটের আদিতমারী উপজেলার শালমারা গ্রামে এক ব্যক্তির দখলে থাকা একটি রাস্তা উদ্ধার করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। আজ বুধবার দুপুরে স্থানীয় জনপ্রতিনিধিদের উপস্থিতিতে ইউএনও মুহাম্মদ মনসুর উদ্দিন রাস্তা উদ্ধার করে জনগণের ব্যবহারের জন্য উন্মুক্ত করে দেন।

স্থানীয়রা জানান, গ্রামের রাস্তাটি প্রায় একশ বছর ধরে স্থানীয় লোকজন ব্যবহার করে আসছিলেন। মাসখানেক আগে স্থানীয় এক প্রভাবশালী ব্যক্তি রাস্তাটির মালিকানা দাবি করে দখলে নেয়। রাস্তার উপর বাঁশের বেড়া ও খুঁটি দেন তিনি। এতে স্থানীয় ৫০টি পরিবার অবরুদ্ধ হয়ে পড়েন।

পরে, গ্রামবাসীরা ইউএনওর কাছে এ বিষয়ে একটি অভিযোগ করেন।

স্থানীয়দের একজন বদিয়ার রহমান (৭৮) দ্য ডেইলি স্টারকে বলেন, 'রাস্তাটি দখলমুক্ত হওয়ায় আমরা খুশি। এখন আবার স্বাধীনভাবে চলাচল করতে পারব। রাস্তা দখলে চলে যাওয়ায় সমস্যায় পড়তে হয়েছিল।'

গ্রামের মানুষ গত একশ বছর ধরে রাস্তাটি ব্যবহার করে আসছিল। রাস্তার জমি অর্পিত সম্পত্তি বলে তিনি জানান।

আদিতমারীর ইউএনও মুহাম্মদ মনসুর উদ্দিন দ্য ডেইলি স্টারকে বলেন, 'গ্রামবাসীর অভিযোগ পেয়ে মাঠ পর্যায়ে সার্ভেয়ার দিয়ে জমি মাপযোগ করে রাস্তাটি বের করেছি। রাস্তা উদ্ধারের পর গ্রামের মানুষের চলাচলের জন্য উন্মুক্ত করা হয়েছে।'

তিনি জানান, রাস্তাটি সংস্কার করতে একটি প্রকল্প নেওয়া হয়েছে এবং শিগগির এর কাজ শুরু হবে।

Comments

The Daily Star  | English

US vetoes Security Council demand for Gaza ceasefire

13 Security Council members voted in favor of a brief draft resolution, put forward by the UAE, while Britain abstained

4h ago