‘হোম সিরিজটা হোমেই থেকে যাবে’

খারাপ সময়ের ভেতর দিয়ে যাচ্ছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট দিয়ে শুরু, তারপর নিউজিল্যান্ড গিয়ে রঙিন পোশাকে তুলোধুনো হওয়ার পর শ্রীলঙ্কা সফরেও সুসময় ফেরেনি। সৌম্য সরকার আশা করছেন, আঁধার এবার কাটবেই, আসবে আলো। ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতবেন তারা।
শ্রীলঙ্কায় গিয়ে টেস্ট সিরিজ হেরে ফেরা বাংলাদেশ ওয়ানডেতে শোধ তোলার সুযোগ পাচ্ছে শীঘ্রই। ঈদের পরই আগামী ১৬ মে তিন ম্যাচের সিরিজ খেলতে বাংলাদেশে আসবে লঙ্কানরা।
২৩, ২৫ ও ২৮ মে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।
এই সিরিজ সামনে রেখে টেস্ট দলের বাইরে থাকা ক্রিকেটাররা মিরপুরে কয়েকদিন থেকে প্রস্তুতি নিচ্ছেন। কোয়ারেন্টিন শেষ করে তাদের সঙ্গে যোগ দেবেন লঙ্কা সফর করে আসা ক্রিকেটাররা।
এই সিরিজ দিয়েই বাংলাদেশ আবার ফিরছে নিজেদের সবচেয়ে স্বাচ্ছন্দ্যের ফরম্যাট ওয়ানডেতে। যদিও ওয়ানডেতেও সাম্প্রতিক তেতো অভিজ্ঞতা আছে। নিউজিল্যান্ডে গিয়ে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে হোয়াইটওয়াশ হয়ে হলেও সৌম্য মনে করেছেন একদম ভিন্ন ছবি দেখা যাবে ঘরের মাঠে।
সিরিজ জেতা ও সব খেলোয়াড়ের ভালো খেলার ব্যাপারে আশাবাদী এই টপ অর্ডার ব্যাটসম্যান, ‘বাংলাদেশের জন্য যেকোনো ম্যাচই গুরুত্বপূর্ণ। যেগুলা নিউজিল্যান্ডে হয়ে গিয়েছে, ওগুলো নিয়ে চিন্তা করে কোনো লাভ নেই। সামনের দিকে চিন্তা করাটাই ভালো। সামনে শ্রীলঙ্কার সঙ্গে আমাদের যে ওয়ানডে সিরিজটা আছে, সবাই অবশ্য এখান থেকে আগেরগুলো ভুলে গিয়ে নতুন করে ভালো পারফর্ম করবে। আমাদের হোমের সিরিজটা হোমেই থেকে যাবে, এবং আমরা আশাবাদী সব খেলোয়াড় হোম সিরিজে ভালো খেলবে।’
নিষেধাজ্ঞা কাটানোর পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে ওয়ানডে সিরিজে পাওয়া গিয়েছিল সাকিব আল হাসানকে। টেস্টে গিয়ে তিনি পড়েন চোটে। এরপর ব্যক্তিগত ছুটিতে যাননি নিউজিল্যান্ডে। আইপিএলের কারণে যাননি শ্রীলঙ্কায়। শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টে বিবেচিত না হওয়ায় আইপিএল খেলেন মোস্তাফিজও। শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডেতে এই দুজন থাকাতেও বেশি আশা সৌম্যের, ‘সাকিব ভাই খেললে সব সময় দুইটা দিক পাওয়া যায়, তো এটা অবশ্যই দলের জন্য অনেক বড় ইতিবাচক ব্যাপার। আর মোস্তাফিজকে আমরা দেখছিলাম আইপিএলে অনেক ভালো বল করছে, তো অবশ্যই দলের জন্য এটা খুব ভালো একটা দিক হবে যে তারা দুজন একসঙ্গে ফিরছে এবং আশা করব যে তারা দুইজন অনেক ভালোভাবেই সিরিজটা সম্পন্ন করবে।’
Comments