সিলেটে ট্রাকচাপায় শাবিপ্রবি শিক্ষার্থী নিহত
সিলেট নগরীর সুবিদবাজার এলাকায় ট্রাকচাপায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হয়েছেন।
আজ বুধবার রাত সাড়ে নয়টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত সাব্বির আহমেদ বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের শিক্ষার্থী এবং তার গ্রামের বাড়ি নড়াইল জেলায়।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম আবু ফরহাদ দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, সিলেট শহর থেকে একটি ট্রাকটি দুইজন আরোহীসহ একটি মোটরসাইকেলকে চাপা দিলে মোটরসাইকেলে পেছনে বসে থাকা সাব্বির ঘটনাস্থলেই মারা যান।
মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় ট্রাকের চালককে আটক ও ট্রাকটি জব্দ করা হয়েছে বলেও জানান তিনি।
Comments