রাজনীতি

বিএনপি’র কেন্দ্রীয় নেতা ও সিলেট-৪ আসনের সাবেক এমপি দিলদার মারা গেছেন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট-৪ আসনের সাবেক সংসদ সদস্য দিলদার হোসেন সেলিম মৃত্যুবরণ করেছেন।
দিলদার হোসেন। ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট-৪ আসনের সাবেক সংসদ সদস্য দিলদার হোসেন সেলিম মৃত্যুবরণ করেছেন। 

আজ বুধবার রাত পৌনে ১০টার দিকে সিলেট নগরীর মাউন্ট এডোরা হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি। 

বিএনপি’র সিলেট মহানগর শাখার সভাপতি নাসিম হোসাইন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘দিলদার হোসেন দীর্ঘদিন ধরে প্যারালাইসিসসহ নানা দুরারোগ্য রোগে ভুগছিলেন। সম্প্রতি যুক্তরাষ্ট্র থেকে চিকিৎসা শেষে দেশে ফেরেন তিনি। এরপর গত মঙ্গলবার রাতে তার শারীরিক অবস্থার অবনতি হলে মাউন্ড এডোরা হসপিটালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।’

বিএনপি নেতৃত্বাধীন সরকারের আমলে (২০০১-২০০৬) সিলেট-৪ আসনের (গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ, জৈন্তাপুর) সংসদ সদস্য ছিলেন দিলদার হোসেন সেলিম। পরবর্তীতে ২০০৮ ও ২০১৮ নির্বাচনেও বিএনপির মনোনীত প্রার্থী ছিলেন তিনি।

তিনি সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদকের দায়িত্বও পালন করেন।

দিলদার হোসেন ১৯৫০ সালের ১৩ নভেম্বর গোয়াইনঘাট উপজেলার ভিত্রিখেল গ্রামে জন্মগ্রহণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর।

Comments

The Daily Star  | English
Raushan Ershad

Raushan Ershad says she won’t participate in polls

Leader of the Opposition and JP Chief Patron Raushan Ershad today said she will not participate in the upcoming election

2h ago