সবার খাদ্য নিশ্চিত করা এখন বড় চ্যালেঞ্জ: কৃষিমন্ত্রী
দেশে একদিকে মাথাপিছু জমির পরিমাণ কমছে অন্যদিকে বাড়ছে জনসংখ্যা। এই বিশাল জনসংখ্যার খাদ্য নিশ্চিত করা বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক। আজ বৃহস্পতিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার চিনিয়াতলা এলাকায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
এদিন উপজেলার চিনিয়াতলা এলাকায় কৃষিমন্ত্রী ব্রি-৮১ জাতের ধান কর্তন ও কৃষক সমাবেশে অংশ নেন।
কৃষিমন্ত্রী আরও বলেন, আগে মাথাপিছু জমির পরিমাণ ছিল ২৮ বিঘা। এখন সেটা কমে দাঁড়িয়েছে ১০ বিঘায়। অন্যদিকে প্রতিবছর ২০ থেকে ২২ লাখ মানুষ বাড়ছে। সব মিলিয়ে ১৭ কোটি মানুষের খাদ্য নিশ্চিত করা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বিপুল পরিমাণ খাদ্য চাহিদা মেটাতে কাজ করে যাচ্ছেন বিজ্ঞানীরা। ইতোমধ্যে ব্রি-৮১, ব্রি-৮৮, ব্রি-৮৯, ব্রি-৯২, ব্রি-৯৬ জাতের ধান উদ্ভাবন করেছেন তারা। এ ছাড়া, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে আরেকটি নতুন জাতের ধান ব্রি-১০০ উন্মুক্ত করা হয়েছে।
তিনি আরও বলেন, বাংলাদেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছে। এই ধারাকে অব্যাহত রাখতে আরও পরিশ্রম করতে হবে। সরকার কৃষি যান্ত্রিকিকরণের জন্য তিন হাজার কোটি টাকা বরাদ্দ দিয়েছেন। বর্তমান কৃষিবান্ধব সরকার কৃষিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে যুগোপযোগী উদ্যোগ নিয়েছে ও বাস্তবায়ন করে যাচ্ছে। ফলে বাংলাদেশ হবে আধুনিক কৃষির দেশ, বাণিজ্যিক কৃষির দেশ।
কৃষক সমাবেশে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. মঞ্জুরুল আফিজ। উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী ইসলাম জেসীসহ অনেকে।
Comments