ভারতফেরত ১৪৫ জন ঝিনাইদহে বাধ্যতামূলক কোয়ারেন্টিনে

করোনার নতুন ভ্যারিয়েন্ট রোধে ভারতফেরত ১৪৫ জনকে ঝিনাইদহের দুটি স্থানে বাধ্যতামূলক ১৪ দিনের কোয়ারেন্টিনে রাখা হয়েছে। তাদের বাড়ি চট্টগ্রাম, নোয়াখালী, খুলনা, ফরিদপুর, রংপুর, বগুড়া ও রাজশাহী জেলায়।
Jhenaidah Map
স্টার অনলাইন গ্রাফিক্স

করোনার নতুন ভ্যারিয়েন্ট রোধে ভারতফেরত ১৪৫ জনকে ঝিনাইদহের দুটি স্থানে বাধ্যতামূলক ১৪ দিনের কোয়ারেন্টিনে রাখা হয়েছে। তাদের বাড়ি চট্টগ্রাম, নোয়াখালী, খুলনা, ফরিদপুর, রংপুর, বগুড়া ও রাজশাহী জেলায়।

গত শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত তাদের যশোরে জায়গা দিতে না পেরে বেনাপোল থেকে পুলিশ পাহারায় ঝিনাইদহে এনে ঝিনাইদহ পিটিআই হোস্টেল ও এইড ফাউন্ডেশনের রেস্ট হাউজে রাখা হয়েছে।

ঝিনাইদহের জেলা প্রশাসক মো. মজিবর রহমান এ সব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি দ্য ডেইলি স্টারকে জানান, গত ছয় দিনে ঝিনাইদহে ১৪৫ জন ভারতফেরতকে আনা হয়েছে। করোনার নতুন ভ্যারিয়েন্ট রোধে সরকার ভারত ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছে। সেখানে আটকে পড়া যাত্রীরা দেশে ফিরলে সরকারের পক্ষ থেকে ১৪ দিনের কোয়ারেন্টিনের ব্যবস্থা করা হয়।

কোয়ারেন্টিনে থাকা ভারতফেরতদের জন্য মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে এবং চিকিৎসকরা নিয়মিত তাদের খোঁজখবর নিচ্ছেন বলেও জানান তিনি।

Comments

The Daily Star  | English
economic challenges for interim government

The steep economic challenges that the interim government faces

It is crucial for the interim government to focus on setting a strong foundation for future changes.

13h ago