খিলক্ষেত ফ্লাইওভার থেকে দুবাই প্রবাসীর মরদেহ উদ্ধার
রাজধানীর খিলক্ষেত ফ্লাইওভার থেকে সুভাস চন্দ্র সূত্রধর (৩৬) নামে এক দুবাই প্রবাসীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার ভোর ৫টার দিকে খিলক্ষেত বাজারের পাশে ৩০০ ফুট ফ্লাইওভারের ওপর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
খিলক্ষেত থানার উপপরিদর্শক (এসআই) মো. শাহীনুর রহমান দ্য ডেইলি স্টারকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘মরদেহে বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন আছে। এ ছাড়া, গলায় গামছা প্যাঁচানো ছিল। ধারণা করা হচ্ছে, দুবৃত্তরা সুভাস চন্দ্রকে শ্বাসরোধে হত্যা করেছে।’
সুভাস চন্দ্র সূত্রধরের বাড়ি বগুড়ার শিবগঞ্জ উপজেলার নারায়ণপুর গ্রামে। তার বেয়াই রিপন কুমার সূত্রধর ডেইলি স্টারকে বলেন, ‘আগামী ৮ মে সুভাসের ফ্লাইট ছিল। দুবাই ফিরে যাওয়ার প্রস্তুতি হিসেবে করোনা পরীক্ষা করাবেন বলে গত রাতে একটি মাইক্রোবাসে ঢাকার উদ্দেশে রওনা হয়েছিলেন। রাতেও বাড়িতে কথা বলেছে। সকালে পুলিশ ফোন করে জানায় সুভাসের মরদেহ পাওয়া গেছে।’
তিনি আরও বলেন, ‘পাঁচ বছর দুবাই থাকার পরে ছয় মাস আগে সুভাস দেশে আসেন। গত বছরে নভেম্বরে বিয়ে করেন। তার সঙ্গে কারো শত্রুতা ছিল না। ঢাকায় আসার সময় সঙ্গে মোবাইল ফোন ও ব্যাগ ছিল, সেগুলো পাওয়া যায়নি।’
Comments