চট্টগ্রামে মাস্ক না পরায় আটক ৪৪, মুচলেকায় মুক্তি
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় মাস্ক না পরার অপরাধে ৪৪ জনকে আটক করেছে পুলিশ। এছাড়া, রাঙ্গুনিয়া পৌর শহরের রোয়াজার হাট বাজারের দুটি দোকানও তাৎক্ষণিক বন্ধ করে দেওয়া হয়।
চট্টগ্রামের সহকারী পুলিশ সুপার (রাউজান রাঙ্গুনিয়া সার্কেল) মো. আনোয়ার হোসেন শামীমের ভ্রাম্যমাণ আদালত ওই ৪৪ জনকে আটক করেন। পরে তাদের মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।
এ প্রসঙ্গে এএসপি আনোয়ার হোসেন শামীম বলেন, ‘সরকার যে স্বাস্থ্যবিধি ঘোষণা করেছে, তা বাস্তবায়নে চট্টগ্রাম জেলা পুলিশ মাঠে তৎপর আছে। সরকার ঘোষিত নীতি বাস্তবায়নে আইনি পরিসীমার মধ্যে আমাদের কঠোর অবস্থান অব্যাহত থাকবে।’
কিছু কিছু মার্কেট রাত ৮টার পরও খোলা থাকছে, এই ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, ‘আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। প্রায় প্রতিদিনই তাদেরকে সতর্ক করার পাশাপাশি কিছুকিছু ব্যবস্থাও নেওয়া হচ্ছে। প্রয়োজনবোধে আরও কঠোর ব্যবস্থার কথাও আমাদের বিবেচনায় আছে।’
Comments