ভারত থেকে আসা নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে অস্ট্রেলিয়া
করোনায় বিপর্যস্ত ভারত থেকে নিজ দেশের নাগরিকদের ফিরে আসার ওপর নিষেধাজ্ঞা আগামী এক সপ্তাহের মধ্যেই প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া।
আজ শুক্রবার রয়টার্সের প্রতিবেদনে বিষয়টি জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, সিডনিতে প্রাদুর্ভাব দৃশ্যত নিয়ন্ত্রণে আসায় আজ দেশটির প্রধানমন্ত্রী স্কট মরিসন এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন।
অস্ট্রেলিয়া সরকার গত মাসে ভারত থেকে আসা যাত্রীদের ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়ে জেল-জরিমানার আদেশ দিয়েছিল। পরে, আইনপ্রণেতা, প্রবাসী ও ভারতীয় প্রবাসীদের তীব্র সমালোচনার মুখে তারা তা থেকে সরে আসার সিদ্ধান্ত নেয়।
মরিসন সাংবাদিকদের বলেন, ‘আমরা যে আদেশটি দিয়েছিলাম, তা ভালোভাবেই কার্যকর হয়েছে। আমাদের যা দরকার ছিল, তা হয়েছে। আসলে অস্ট্রেলিয়ায় কোভিড-১৯ এর তৃতীয় ঢেউ প্রতিরোধে আমাদের যা কিছু করা সম্ভব, তা নিশ্চিত করা প্রয়োজন ছিল।’
মরিসন জানিয়েছেন, সবচেয়ে বেশি খারাপ অবস্থায় থাকা প্রায় ৯০০ নাগরিককে অগ্রাধিকার-ভিত্তিতে ফিরিয়ে আনতে অস্ট্রেলিয়া আগামী ১৫ থেকে ৩১ মে’র মধ্যে তিনটি চার্টার্ড ফ্লাইটের ব্যবস্থা করবে।
Comments