ভাইয়ের হাতে ভাই খুন

নাটোরের লালপুরে জমি নিয়ে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত হয়েছেন। আজ শুক্রবার দুপুরে উপজেলার আত্তিকা গ্রামে এ ঘটনা ঘটে।
dead body
প্রতীকী ছবি। স্টার ডিজিটাল গ্রাফিক্স

নাটোরের লালপুরে জমি নিয়ে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত হয়েছেন। আজ শুক্রবার দুপুরে উপজেলার আত্তিকা গ্রামে এ ঘটনা ঘটে।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুর রহমান দ্য ডেইলি স্টারকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, পৈতৃক জমির বণ্টন নিয়ে জান আলী (৫৫) ও আনসাব আলী (৪৮) আজ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে আনসাব আলী বড় ভাই জান আলীকে লাঠি দিয়ে আঘাত করে। এ ঘটনায় জান আলীসহ উভয় পক্ষের ছয় জন আহত হন। 

জান আলীকে গুরুতর আহত অবস্থায় লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি আরও জানান, এ ঘটনায় নিহতের ছেলে মাসুদ রানা লালপুর থানায় একটি মামলা করেছেন এবং পুলিশ মামলার পর পাঁচ জনকে গ্রেপ্তার করেছে।

Comments

The Daily Star  | English
World Bank commits over $2b to support reform in Bangladesh

World Bank commits over $2b to support reform in Bangladesh

The country director informed that the WB can mobilise about $2 billion this fiscal year to support critical reforms, flood response, better air quality, and health

1h ago