ঘরের মাঠের সুবিধা নিয়ে শ্রীলঙ্কাকে হারাতে চায় বাংলাদেশ

ছবি: বিসিবি

সময়টা খুব একটা ভালো যাচ্ছে না বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের। নিউজিল্যান্ডে ভরাডুবির পর শ্রীলঙ্কা গিয়েও সুসময় ফেরাতে পারেনি টাইগাররা। এরমধ্যেই চলতি মাসের শেষ সপ্তাহের আরও একটি সিরিজ খেলার প্রস্তুতি শুরু হয়ে গেছে। তবে এবার ভালো কিছু হবে বলেই প্রত্যাশা করছেন মোহাম্মদ সাইফউদ্দিন। ঘরের মাঠে চেনা কন্ডিশন বলেই আশাবাদী এ পেস অলরাউন্ডার।

নিউজিল্যান্ডে হোয়াইটওয়াশ হওয়া খুব একটা অপ্রত্যাশিত ছিল না। দেশটিতে এর আগেও কখনো জয় পায়নি বাংলাদেশ। তবে শ্রীলঙ্কায় হারের কারণে বেশ সমালোচনার মুখে পড়তে হয়েছে তাদের। সেরা খেলোয়াড়দের হারিয়ে শ্রীলঙ্কা অনেক অনেকটাই খর্বশক্তির দল। তবে টাইগারদের জন্য আশার খবর আগের এবার সিরিজটা ওয়ানডে সংস্করণে। এ সংস্করণে বেশি স্বাচ্ছন্দ্য পায় বাংলাদেশ। ঘরের মাঠে হওয়ায় আশাটা আরও বেড়েছে।

মিরপুরে অনুশীলনের ফাঁকে সে আশার কথাই জানালেন সাইফউদ্দিন, 'সবশেষ সিরিজে আমরা প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারিনি যা সত্যিই হতাশাজনক। ঘরের মাঠে যেহেতু শ্রীলঙ্কার সঙ্গে খেলা, অবশ্যই আমরা চেষ্টা করব সিরিজ জেতার। রোজা রেখেও আমরা অনেক কঠিন পরিশ্রম করছি যেহেতু সামনে খেলা রয়েছে। যদিও কিছুদিন আগে ওদের মাটিতে হেরে এসেছি তাই আমাদের জন্য এটা বাড়তি চ্যালেঞ্জ। দেশের মাটিতে যদি সিরিজটা জিততে পারি, সঙ্গে আইসিসির সুপার লিগের একটা পয়েন্টের ব্যাপার আছে। চেষ্টা করব পয়েন্টগুলো পাওয়ার।'

ওয়ানডেতে বিশেষ করে বোলিংয়ের সময় শুরুর ১০ ওভার বেশ গুরুত্বপূর্ণ। এ সময়ে যদি বোলাররা প্রত্যাশা অনুযায়ী প্রতিপক্ষের উইকেট তুলে নিতে পারলে ম্যাচের নিয়ন্ত্রণ চলে আসে। তাই শুরুর দিকে ভালো কিছু করার প্রত্যয় ঝরে এ তরুণের কণ্ঠে, 'প্রথম ১০ ওভারেই ম্যাচের প্রেক্ষাপট নির্ধারণ করে দেয়। আমাদের বোলারদের জন্য বড় দায়িত্ব থাকে প্রথম ১০ ওভারে উইকেট বের করে দেওয়া। ইকোনোমিক্যাল বল করা, টপ অর্ডারের একটা দুইটা ব্যাটসম্যানদের ফেলে দেওয়া যেটা আমরা নিউজিল্যান্ড সিরিজে করতে ব্যর্থ হয়েছি। ইনশাল্লাহ এবার চেষ্টা করব যেহেতু চেনা কন্ডিশন, ঘরের মাঠে আমাদের মিরপুরে অনুশীলন করছি। উইকেটও আমাদের চেনা। আমরা সর্বোচ্চ চেষ্টা করব।

শেষ দুটি সিরিজে দেশসেরা ক্রিকেটার সাকিব আল হাসানকে পায়নি বাংলাদেশ। নিউজিল্যান্ড সিরিজ সন্তানসম্ভবা স্ত্রীকে সঙ্গ দিতে ছুটিতে ছিলেন। আর শ্রীলঙ্কায় যাননি আইপিএলে যোগ দিতে। একই কারণে শ্রীলঙ্কা যাননি মোস্তাফিজুর রহমানও। এবার তাদেরও পাচ্ছে টাইগাররা। তাই জয়ের স্বপ্নটা আরও জোরালো হয়েছে সাইফের, ''আমাদের দল এখন অনেক ভারসাম্যপূর্ণ। সাকিব ভাই এসেছে, মোস্তাফিজ এসেছে, তাসকিন ভাই ভালো ছন্দে আছে। আর আমি যদি সুযোগ পাই। আমাদের সবমিলিয়ে দল ভালো অবস্থাতেই আছে। আমি কিংবা যারাই সুযোগ পাবে সবাই চেষ্টা করবে সেরাটা দেওয়ার, যতোটা ম্যাচ জেতা সম্ভব।'

উল্লেখ্য, মিরপুরে শ্রীলঙ্কার বিপক্ষে আগামী ২৩ মে থেকে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। বাকী দুটি ম্যাচ ২৫ ও ২৮ মে। তবে এ সিরিজ খেলতে আগামী ১৬ মে ঢাকায় পা রাখবে লঙ্কান বাহিনী। সিরিজে ভালো কিছু করতে আগেভাগেই প্রস্তুতি শুরু করে দিয়েছেন দেশের বেশ কিছু ক্রিকেটার। তবে শ্রীলঙ্কা থেকে আসা খেলোয়াড়রা হোম কোয়ারেন্টিনে থাকায় এখনও যোগ দিতে পারেননি। কোয়ারেন্টিন পর্ব শেষ হলে যোগ দিবেন তারাও।

Comments

The Daily Star  | English

JP central office vandalised, set ablaze

A group of unidentified people set fire to the central office of Jatiyo Party in Dhaka's Kakrail area this evening

1h ago