ভ্যাকসিন আনার জোর চেষ্টা চলছে: স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, আমরা ভ্যাকসিন আনার জোর চেষ্টা চালাচ্ছি। চীন ও রাশিয়ার সঙ্গে চুক্তিবদ্ধ হচ্ছি। আশা করি খুব দ্রুত ভ্যাকসিন পেয়ে যাব।
আজ শুক্রবার বিকেলে মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া শুভ্র সেন্টারে করোনায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।
মন্ত্রী বলেন, ‘ঈদকে সামনে রেখে ফেরিঘাটগুলোতে মানুষের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। এতে করোনাভাইরাস ছড়াতে বেশি সময় লাগবে না। বেশি সংক্রমিত হলে হাসপাতালে জায়গা থাকবে না, অক্সিজেন থাকবে না। এতে যে কী সমস্যা হবে তা বলে বোঝানো যাবে না।’
অনুষ্ঠানে সদর ও সাটুরিয়া উপজেলার দুই হাজার দুস্থ পরিবারের মাঝে চাল, ডাল, আলু, তেল, লবণ ও চিনি বিতরণ করা হয়।
Comments