টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের জন্য ভারতীয় দল ঘোষণা
করোনাভাইরাসের হানায় মাঝপথেই থেমে গেছে আইপিএল। তবে এরমধ্যেই নতুন লক্ষ্যে মাঠে নামতে হচ্ছে ভারতীয় ক্রিকেটারদের। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের জন্য ২০ সদস্যের দল ঘোষণা করেছে বিসিসিআই। আইপিএলে ভালো খেলা খেলায় প্রত্যাশিতভাবে দলে ফিরেছেন রবিন্দ্র জাদেজা। অন্যদিকে আশানুরূপ পারফর্ম না করায় বাদ পড়েছেন কুলদিপ যাদব ও হার্দিক পান্ডিয়া।
অস্ট্রেলিয়া সফরে গিয়ে সিডনি টেস্টে বাঁ হাতের বুড়ো আঙুলে চোট পেয়েছিলেন জাদেজা। পরে অস্ত্রোপচারও করতে হয়। পুনর্বাসন শেষে আইপিএলে দারুণ ছন্দে খেলেছেন এ তারকা অলরাউন্ডার। অস্ট্রেলিয়া সফরে চোট পাওয়া মোহাম্মদ শামি ও হনুমা বিহারীও ফিরেছেন। শামি আইপিএলে খেলতে পারলেও বিহারী সুযোগ পাননি। তবে কাউন্টি ক্রিকেটে নিজেকে ঝালিয়ে নিয়েছেন এ ব্যাটসম্যান।
আইপিএল চলাকালীন সময়ে অ্যাপেন্ডিসাইটিসের ব্যথায় হাসপাতালে ভর্তি হয়েছিলেন লোকেশ রাহুল। অস্ত্রোপচারও হয়েছে। তিনিও আছেন স্কোয়াডে। এছাড়া করোনাভাইরাসে আক্রান্ত ঋদ্ধিমান সাহাও স্কোয়াডে আছেন। ইংল্যান্ডে উড়ে যাওয়ার আগে সম্পূর্ণ ফিট হলেই কেবল দলের সঙ্গে যোগ দিতে পারবেন এ দুই ক্রিকেটার। ইংল্যান্ড সফরের পর আইপিএলেও ব্যর্থ হওয়ায় বাদ পড়েছেন পান্ডিয়া। একই কারণে বাদ পড়েছেন কুলদিপও।
আগামী ১৮ জুন সাউদাম্পটনের রোজ বোলে শুরু হবে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। যেখানে ভারতের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। এরপর ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে দলটি।
২০ সদস্যের ভারতীয় দল: রোহিত শর্মা, শুভমান গিল, মায়াঙ্ক আগরওয়াল, চেতশ্বর পূজারা, বিরাট কোহলি (অধিনায়ক), আজিঙ্কা রাহানে, হনুমা বিহারী, রিশাভ পান্ত, রবিচন্দ্রন অশ্বিন, রবিন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, জসপ্রিত বুমরাহ, ইশান্ত শর্মা, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ, শার্দুল ঠাকুর, উমেশ যাদব, লোকেশ রাহুল এবং ঋদ্ধিমান সাহা।
স্ট্যান্ডবাই: অভিমন্যু ঈশ্বরন, প্রসিধ কৃষ্ণা, আবেশ খান, অর্জন নাগওয়াসওয়ালা।
Comments