খুলনায় মোটরসাইকেলের ধাক্কায় পথচারীর মৃত্যু
খুলনায় মোটরসাইকেলের ধাক্কায় মো. কামাল হোসেন (৫০) নামের এক পথচারী নিহত হয়েছেন।
গতকাল শুক্রবার বিকেলের দিকে নগরীর নিরালা আবাসিক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. কামাল হোসেন নগরীর খালিশপুর থানাধীন এন এইচ রোডের বাসিন্দা ছিলেন।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল আলম দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো মামলা দায়ের করতে চায়নি। তাই থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। তার পরিবারের সদস্যরা জেলা প্রশাসকের কাছ থেকে বিনা তদন্তে মরদেহ নেওয়ার অনুমতি নিয়েছেন। পুলিশের পক্ষ থেকে মরদেহটি হস্তান্তরের কাজ চলছে।’
স্থানীয় জনগণের উদ্ধৃতি দিয়ে পুলিশ জানায়, কামাল হোসেন রাস্তা পার হওয়ার সময়ে একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এময়ে তিনি রাস্তায় পড়ে গিয়ে গুরুতর আহত হন। পরে আশপাশের মানুষ তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নিয়ে যায়। সেখানে বিকেল সাড়ে ৫টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
Comments