নাটোরের বাগাতিপাড়ায় বয়োবৃদ্ধ স্বামী-স্ত্রী খুন

নাটোরের বাগাতিপাড়ার জামনগর পশ্চিম পাড়া গ্রামে দুজনকে হত্যা করেছে দৃর্বত্তরা। তারা সম্পর্কে স্বামী-স্ত্রী।
Natore
স্টার ডিজিটাল গ্রাফিক্স

নাটোরের বাগাতিপাড়ার জামনগর পশ্চিম পাড়া গ্রামে দুজনকে হত্যা করেছে দৃর্বত্তরা। তারা সম্পর্কে স্বামী-স্ত্রী।

স্থানীয়রা আজ শনিবার সকালে বাড়ির বারান্দার চৌকির ওপরে দুজনকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন।

নিহতরা হলেন- মৃত বায়তুল্লার ছেলে আমির হোসেন সমো (৭০) ও তার স্ত্রী আলেকা বেগম (৬৮)।

হত্যার কারণ এখনো জানা যায়নি। তবে, পাশের ঘরের মালামাল এলোমেলো অবস্থায় পড়ে থাকতে দেখা গেছে।

বাগাতিপাড়া থানার অফিসার ইনচার্জ নাজমুল হক বলেন, ‘নিহত বয়োবৃদ্ধ ওই স্বামী-স্ত্রীর ছেলেমেয়েরা সবাই বাইরে থাকেন। রাতে অজ্ঞাত দুর্বৃত্তরা তাদের হত্যা করেছে। পুলিশ ঘটনার রহস্য উদ্ধারে তদন্ত করছে।’

Comments

The Daily Star  | English

Police see dead man running

Prisoners, migrants, even the deceased get implicated in cases

10h ago