ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের চাপ, চলছে দূরপাল্লার বাসও
করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সরকারি নিষেধাজ্ঞা সত্ত্বেও পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ঢাকা ছাড়ছে মানুষ। ফলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গাড়ির চাপ বেড়েছে। আজ শনিবার দুপুর দেড়টা পর্যন্ত ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের দীর্ঘ সারি দেখা গেছে।
নিষেধাজ্ঞা অমান্য করে চলছে দূরপাল্লার বাস ও যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা।
মহাসড়কের ঘারিন্দা, কান্দিলা, রাবনা, বিক্রমহাটি, রসুলপুর ও এলেঙ্গা এলাকা ঘুরে দেখা গেছে, বাস ও ব্যক্তিগত গাড়ি ও অটোরিকশার পাশাপাশি ট্রাক ও মোটরসাইকেলে করে ঝুঁকি নিয়ে বাড়ির পথে রওনা হয়েছেন সাধারণ মানুষ।
এ বিষয়ে এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইয়াসির আরাফাত দ্য ডেইলি স্টারকে বলেন, পাটুরিয়া-দৌলদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ থাকায় ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে চাপ বৃদ্ধি পেয়েছে। এ ছাড়া নির্দেশ অমান্য করায় দূরপাল্লার বাসও ছেড়েছে। রাত থেকে আজ সকাল পর্যন্ত ৩৪টি বাসের চালককে জরিমানা করা হয়েছে।
করোনাভাইরাসের সংক্রমণ রোধে গত বুধবার চলমান বিধিনিষেধ ১৬ মে পর্যন্ত বাড়িয়ে প্রজ্ঞাপন প্রকাশ করে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রজ্ঞাপনে একই জেলার মধ্যে গণপরিবহন চালু করার কথা বলা হলেও দূরপাল্লার বাস চলাচল বন্ধ রাখার নির্দেশনা হয়। সেই সঙ্গে ঈদের ছুটিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি বেসরকারি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের আবশ্যিকভাবে নিজ নিজ কর্মস্থলে (অধিক্ষেত্র) অবস্থানের নির্দেশনাও আসে ওই প্রজ্ঞাপনে।
Comments