বলিউডের ৪০ হাজার কলাকুশলীর পাশে সালমান খান
করোনাভাইরাসের কারণে লকডাউনে বন্ধ হয়ে আছে বলিউডের সিনেমার সব ধরনের শুটিং। অসংখ্য শিল্পী ও কলাকুশলী এখন খারাপ অবস্থার মধ্য দিয়ে দিন পার করছেন। এইসব শিল্পী কলা কুশলীদের পাশে দাঁড়ালেন বলিউড ভাইজান সালমান খান।
ভারতের সংবাদমাধ্যম বলিউড হাঙ্গামা সূত্র জানিয়েছে, করোনায় বলিউডের প্রায় ৪০ হাজার সিনেমা কর্মীর ব্যাংক অ্যাকাউন্টে ১৫০০ রুপি করে অনুদান দিচ্ছেন সালমান খান। যাদের মধ্যে ২৫ হাজার কর্মী কাজ করেন ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনেমা ইন্ডাস্ট্রিতে। বাকি ১৫ হাজার নারীকর্মী কাজ করছেন ফিল্মসিটির নানা স্টুডিওতে। শুধু অর্থই নয়, এক মাসের রেশনও তাদের ঘরে পৌঁছে দিচ্ছেন তিনি।
সালমান খান অভিনীত নতুন সিনেমা ‘রাধে: দ্য মোস্ট ওয়ান্টেড ভাই’ ঈদে মুক্তি পাচ্ছে। এই সিনেমা থকে প্রাপ্ত বেশিরভাগ অর্থই চলে যাবে করোনায় দুর্গত মানুষের অনুদান হিসেবে।
Comments