পার্বতীপুরে তেলবাহী ট্যাংক-লরি বিস্ফোরণে আহত ৬

দিনাজপুরের পার্বতীপুরে একটি তেলবাহী ট্যাংক-লরি বিস্ফোরণে ছয় জন আহত হয়েছেন। আজ শনিবার দুপুর ১টায় পার্বতীপুর শহরের অদূরে হলদীবাড়ী রেলগেট সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পার্বতীপুর-ফুলবাড়ী সড়কের হলদীবাড়ী রেলগেট সংলগ্ন এলাকায় খালি জ্বালানী তেল বহনকারী একটি ট্যাংক-লরি বিস্ফোরিত হয়। ছবি: সংগৃহীত

দিনাজপুরের পার্বতীপুরে একটি তেলবাহী ট্যাংক-লরি বিস্ফোরণে ছয় জন আহত হয়েছেন। আজ শনিবার দুপুর ১টায় পার্বতীপুর শহরের অদূরে হলদীবাড়ী রেলগেট সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় গুরুতর আহতদের প্রথমে পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোকলেছুর রহমান দ্য ডেইলি স্টারকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন। 

তিনি জানান, বিস্ফোরণের খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

স্থানীয়রা জানান, পার্বতীপুর-ফুলবাড়ী সড়কের হলদীবাড়ী রেলগেট সংলগ্ন একটি দোকানে খালি জ্বালানী তেল বহনকারী একটি ট্যাংক-লরির নিচের পাইপের ওয়েল্ডিংয়ের কাজ করানো হচ্ছিল। এ সময় হঠাৎ করে ট্যাংক-লরিটি বিস্ফোরিত হয়।

বিস্ফোরণে ট্যাংক-লরির কর্মচারী ও ওয়েল্ডিং দোকানের মালিকসহ ঘটনাস্থলে মোট ছয় জন মারাত্মক আহত হন। আহতরা হলেন--মোজাম্মেল হক বাবু (৪০), নিরঞ্জন (২০), সজল চন্দ্র (১৩), সামসুল হক (৪০), রেজাউল করিম (৪০) ও হাবিবুর রহমান (২০)।

বিস্ফোরণে ট্যাংক-লরির পেছনের অংশ ছিটকে গিয়ে পেছন থেকে আসা একটি পিক-আপের উপরে গিয়ে পরলে পিক-আপটিও বিধ্বস্ত হয়। এতে পিক-আপের চালক ও হেলপার মারাত্মক আহত হন।

এ ঘটনায় মারাত্মক আহত ছয় জনকে প্রথমে পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে তাদের অবস্থার অবনতি হলে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় বলে জানিয়েছেন পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. বাসুদেব।

Comments

The Daily Star  | English
Election Commission Logo

2,712 aspirants to vie for 300 seats

A total of 29 registered political parties have nominated their candidates for the election scheduled for January 7

30m ago